মে ৩, ২০১৯
ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় কড়া নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় ইতিমধ্যে কন্ট্রোলরুমে নজরদারিতে বসেছেন তিনি। খড়গপুরের কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যবাসীকে দুর্যোগ মোকাবিলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, সতর্ক থাকুন, তবে আতঙ্কিত হবেন না।
এদিন তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তবে আগাম সতর্কতা অবলম্বন করে ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রাজ্যবাসীর কাছে ওনার আবেদন, সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না। শুক্র ও শনিবার বাড়ির ভিতরেই থাকুন। কাঁচা বাড়িতে থাকবেন না। দরকার হলে স্থানীয় স্কুলে বা সরকারি ভবনে আশ্রয় নিন। বিদ্যুতের খুঁটি থেকে সতর্ক থাকুন।
দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট-বার্তা:
ফণী সাইক্লোনের কারণে আসন্ন দুর্যোগের জন্য আমি আগামী ৪৮ ঘন্টা আমার সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখলাম। আমরা ২৪X৭ মনিটরিং চালাচ্ছি। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। সাধারণ মানুষের কাছে আমরা সহযোগিতা কামনা করি। আগামী ২ দিন সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
ফণী সাইক্লোনের কারণে আসন্ন দুর্যোগের জন্য আমি আগামী ৪৮ ঘন্টা আমার সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখলাম। আমরা ২৪X৭ মনিটরিং চালাচ্ছি। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। সাধারণ মানুষের কাছে আমরা সহযোগিতা কামনা করি। আগামী ২ দিন সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2019