সাম্প্রতিক খবর

মে ২৯, ২০১৯

মণীষীদের মূর্তি বসানো হবে শহরের নামী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিতে

মণীষীদের মূর্তি বসানো হবে শহরের নামী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিতে

বাংলার মণীষীদের মূর্তি বসানো হচ্ছে শহরের নামী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিতে, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি
কলেজ স্কোয়্যারে বসানো হবে রাজা রামমোহন রায় ও কাজী নজরুল ইসলামের মূর্তি

এছাড়া বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মিউজিয়াম গড়া হবে৷ বিদ্যাসাগর সেতুর সামনে বিদ্যাসাগরের মূর্তি যাতে বসানো যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়৷

তার কথায়, ‘বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর উপলক্ষে অনেক পরিকল্পনা রয়েছে আমাদের৷’