মে ৪, ২০১৯
দু-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে - দুর্যোগ সম্বন্ধে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপাতত সাইক্লোন বাংলাদেশের দিকে ঘুরে গেছে। কিন্তু দুর্যোগ কাটলেও তার একটা রেশ রয়েই যায়। দুর্যোগ-পরবর্তী উদ্ধার কাজ আগামী দু-একদিনের মধ্যে সম্পন্ন হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওনার পুরো বক্তব্য:
- আপাতত সাইক্লোন বাংলাদেশের দিকে ঘুরে গেছে। কিন্তু দুর্যোগ কাটলেও তার একটা রেশ রয়েই যায় তাই এই রেশ আগামী ২-৩ দিন থাকবে
- অনেক ইলেকট্রিক পোল ভেঙে গেছে। গাছ পড়ে গেছে। ১২টি কাঁচা বাড়ি ভেঙে গেছে এবং প্রায় ৮০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত। সরকার সেই সব বাড়ি তৈরি করে দেবে।
- যেসব জায়গায় অনেক গাছ পড়েছে সেগুলো ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে
- দিঘা, মন্দারমণি আর ডায়মন্ড হারবারেও Restoration এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
- অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে। আগামী ২ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে
- প্রশাসনের তরফে আগেই ৪২০০০ মানুষকে বিপদমুক্ত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আগামী ১-২ দিনের মধ্যে নিজের বাড়িতে ফিরে যাবেন
- গত ১ সপ্তাহ ধরে আমি খুব চিন্তায় ছিলাম। আমরা অনেক থেকে পুরো বিষয়টা মনিটারিং করছিলাম, দুর্যোগের অনেক আগে থেকেই সব জেলায় প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দিয়েছিলাম, যাতে মানুষ কোন বিপদে না পরে
- গতকাল কলকাতার মেয়র সারা রাত জেগে পুরসভার কাজ পরিদর্শন করেছে, প্রশাসনের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল
- আমরা মানুষের কাছ থেকে সব রকম সহযোগিতা পেয়েছি। তাদের সবাইকে অনেক ধন্যবাদ