জুলাই ১৭, ২০১৯
পলিটেকনিক পড়ুয়াদের স্পোকেন ইংলিশে দক্ষ করতে উদ্যোগ রাজ্য সরকারের

রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করবে সারা রাজ্যের পলিটেকনিক পড়ুয়াদের স্পোকেন ইংলিশে দক্ষ করতে।
এই উদ্যোগের ফলে পড়ুয়াদের কোর্স সম্পন্ন হলেই তারা কর্মজগতে যোগ দেওয়ার জন্য আরও যোগ্য হয়ে উঠবেন। কর্মজগতে যোগ দেওয়ার যোগ্যতা বিষয়ে অনুসন্ধান চালিয়ে কারিগরি শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
এই মুহূর্তে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৪৮টি পলিটেকনিক কলেজ আছে। আনুমানিক ১ লক্ষ ছাত্র এই কলেজগুলিতে ভর্তির পরীক্ষা দেয় এবং ৪০ হাজারের ভর্তি নেওয়া হয়।
প্রসঙ্গত, শিল্পের চাহিদা অনুসারে বৃত্তিমূলক শিক্ষা গত পাঁচ বছরে পাখির চোখ করেছে কারিগরি শিক্ষা দপ্তর। এই দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ের সমাধান করেছে।
প্রসঙ্গত, ২০১১ সাল পর্যন্ত বাংলায় পলিটেকনিক কলেজের সংখ্যা ছিল মাত্র ৬৫টি। গত আট বছরে তৃণমূল কংগ্রেস চালিত সরকারের আমলে এই সংখ্যা প্রায় আড়াই গুণ বেড়েছে।