সাম্প্রতিক খবর

মে ২৯, ২০১৯

বিজেপির বিরুদ্ধে হিংসা নিয়ে মিথ্যাচারের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

বিজেপির বিরুদ্ধে হিংসা নিয়ে মিথ্যাচারের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা বাতিল করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় হিংসার ছবি তুলে ধরে বিজেপির রাজনৈতিকভাবে প্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত৷

নির্বাচনের পরে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেইমতো মঙ্গলবার বিকেলেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল৷ এরাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহত দলীয় কর্মীদের পরিবারের সদস্যদেরও শপথ মঞ্চে ডেকেছেন প্রধানমন্ত্রী৷ এই ঘোষণার পর থেকেই বিজেপি নেতৃত্ব প্রচার করতে শুরু করেছে, বাংলায় তৃণমূলের অত্যাচারে বহুসংখ্যক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷

টুইটারে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, সংখ্যা এবং মৃত্যুর কারণ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি নেতৃত্ব৷ কেউ তৃণমূলের অত্যাচারে প্রাণ হারাননি৷ মৃত্যুর নেপথ্যে পারিবারিক বা অন্য কোনও কারণ ছিল৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মোটেই এরকম নিন্দনীয় নয়৷ আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে থাকার অর্থ রাজ্যের প্রতি অবমাননা মেনে নেওয়া, যা তিনি কোনওভাবেই করতে প্রস্তুত নন৷ তাই সৌজন্য রেখেই প্রতিবাদ জানালেন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘আমি দুঃখিত, এই বিষয়টিই আমাকে শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত করতে বাধ্য করল।’ শেষে তাঁর সংযোজন, ‘এই শপথগ্রহণ অনুষ্ঠান আসলে গণতন্ত্রের উদযাপন। কিন্তু সেটাকেই রাজনৈতিক ফায়দা তোলার মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে।’