সাম্প্রতিক খবর

মে ১৩, ২০১৯

বাংলাকে অপমান করার জন্যে মানুষ বিজেপি-কে উচিৎ শিক্ষা দেবে- বজবজে মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাকে অপমান করার জন্যে মানুষ বিজেপি-কে উচিৎ শিক্ষা দেবে- বজবজে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগণার বজবজে একটি জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানে তিনি বলেন যে বাংলাকে অপমান করার শিক্ষা মানুষ দেবে বিজেপি-কে। তিনি বাংলাকে কাঙাল বলার জন্যে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অর্ধশিক্ষিত ও নিম্ন রুচিসম্পন্ন বলে অভিহিত করেন।

ওনার বক্তব্যের কিছু অংশ:

  • উনি আমায় তোলাবাজ বলেন আর বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কাঙাল করে দিয়েছে। উনি জানেন কাঙাল মানে কি? এত বড় সাহস কোথা থেকে হয়? বাংলার মানুষ এই অপমানের জবাব দেবে।এই অর্ধশিক্ষিত ও নিম্ন রুচিসম্পন্ন মানুষগুলো বাংলার ব্যাপারে কিছু জানে না।
  • একজন নেতা আকাশ থেকে পড়েন না। নেতারা মানুষের জন্যে কাজ করে আসেন।
  • কিন্তু কেউ সামনে আসেনি কোনোদিনও কারণ আমি চাইনি। শুধু একজন এসেছে, তাকে নিয়েও বিজেপির কত গাত্রদাহ, এত হিংসা।
  • নরেন্দ্র মোদী, তুমি আমার ভাতিজা বলে গালাগালি দেওয়ার আগে নিজের বৌকে দেখেছ? তাঁর খোঁজ নাও? সে কোথায় আছে জানো? পরিবার কাকে বলে তা কি জানো?
  • বিজেপি শুধু দাঙ্গা বাঁধাতে জানে। শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দিতে পারি কিন্তু দাঙ্গা বাঁধাতে দেব না।
  • মোদী ক্ষমতায় আসার আগে ‘আচ্ছে দিন-এর’ কথা বলেছিল। তার বদলে জ্বালানির দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হতে চলেছে। নোটবন্দী করে মানুষের পকেট মেরেছে মোদী।
  • আজ বিজেপি-কংগ্রেস-সিপিএম অর্থাৎ জগাই-মাধাই-বিদাই সব এক হয়েছে। ওদের কোনও ভোট দেবেন না।
  • ওরা বলেছিল কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেকের ব্যাঙ্কে ১৫ লাখ টাকা করে জমা দেবে। এক টাকাও কি কেউ ফেরত পেয়েছে? না।
  • ওরা বাংলায় এসে বলে এখানে দুর্গাপুজো হয় না। মা দুর্গাকে কিরকম দেখতে ওরা তাই জানে না। ওরা ধর্ম নিয়ে কথা বলে? আমরা অনেক দেব-দেবীকে পুজো করি। হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম, বিজেপি সেদিনকার দল।
  • ওনাকে প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হয়। যখন কেউ আমার কাছে কেউ জানতে চায় যে আমাদের প্রধানমন্ত্রী কে তখন আমার মনে হয় যে বলি আমি জানি না (অন্তত আগামী সরকার গঠন অবধি)।
  • ২০১১ সালে আজকের দিনে বাংলা পরিবর্তনের ডাক দিয়েছিল। আজ আমরা আরেকটা স্লোগান দিচ্ছি যে ‘মোদী হঠাও- দেশ বাঁচাও’। মোদী বাবু ক্ষমতা হারানোর পথে।
  • অসমের একজন মন্ত্রী, যে কিনা সারদা চিট ফান্ড থেকে টাকা খেয়েছিল সে এখন ডায়মন্ড হারবারে আছে। আগামীদিনে ওরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। ওদের ফাঁদে পা দেবেন না।
  • আজ দেশের সামনে সবচেয়ে বড় বিপদ নরেন্দ্র মোদী। আপনারা নিশ্চিত করুন ওরা যাতে না জিততে পারে।