মে ২৯, ২০১৯
রাজ্য মন্ত্রিসভায় একাধিক রদবদল

মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে একাধিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এক নজরে দেখে নেওয়া যাক:
পঞ্চায়েত, পঞ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্বে – সুব্রত মুখোপাধ্যায়
পরিবহণ, জলসম্পদ ও সেচ দপ্তরের দায়িত্বে – শুভেন্দু অধিকারী
শ্রম ও আইন দপ্তরের দায়িত্বে – মলয় ঘটক
পরিবেশ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে – সৌমেন মহাপাত্র
আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের দায়িত্বে – রাজীব বন্দ্যোপাধ্যায়
বনদপ্তরের দায়িত্বে – ব্রাত্য বসু
বনদপ্তরের প্রতিমন্ত্রী – সুজিত বসু