সাম্প্রতিক খবর

জুন ১২, ২০১৮

যুগ্মসচিব পদে ল্যাটেরাল এন্ট্রি - আলোচনা দরকার, মত মমতা বন্দ্যোপাধ্যায়ের

যুগ্মসচিব পদে ল্যাটেরাল এন্ট্রি - আলোচনা দরকার, মত মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের যুগ্মসচিব পদে কেন্দ্রীয় সরকার ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে আবেদনপত্রের আহ্বান জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর সম্বন্ধে আজ প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কোনও প্রতিভাসম্পন্ন ব্যক্তি যদি কেন্দ্রীয় সরকারে যোগ দেন, তাহলে আপত্তির কিছু নেই। কিন্তু এই সিদ্ধান্তের বিভিন্ন প্রভাব সম্বন্ধে ওনার কিছু উদ্বেগ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, অল ইন্ডিয়া সার্ভিস কিংবা সেন্ট্রাল সার্ভিস এর অফিসাররা যুগ্মসচিব বা সমতুল্য পদ পেয়ে থাকেন। ওনাদের নিয়োগ করা হয় একটি স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে, ইউপিএসসির মত সাংবিধানিক সংস্থার মাধ্যমে। এই অফিসারদের কাছে রাজনৈতিক নিরপেক্ষতা আশা করা হয়। এই মান থেকে সরে এলে সেটা দেশের পক্ষে মঙ্গলময় হবে না।

তিনি আরও বলেন যে অল ইন্ডিয়া সার্ভিস কিংবা সেন্ট্রাল সার্ভিস এর অফিসাররা অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করছেন, এবং তারা তাদের কাজে গোপনীয়তা বজায় রাখেন। তাদের কাজে দেশের স্বার্থই অগ্রাধিকার পায়। তাই, এই প্ৰথা থেকে সরে এসে বেসরকারি ক্ষেত্র থেকে কাউকে নিয়োগ করলে, তিনি যতই মেধাবী হন না কেন, সরকারি কাজের সাথে যুক্ত সংবেদনশীলতা লঘু করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন যে এই বিষয়ে বৃহত্তর বিতর্ক এবং আলোচনার অবকাশ রয়েছে। সরকারের উঁচু পদে ল্যাটেরাল এন্ট্রি বাস্তবায়িত করার আগে অল ইন্ডিয়া সার্ভিস কিংবা সেন্ট্রাল সার্ভিস এর প্রতিনিধিদের সাথেও আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি।