মে ২, ২০১৯
সবথেকে বড় সিন্ডিকেটের নেতা মোদী: রাজারহাটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রাজারহাটে একটি নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবথেকে বড় সিন্ডিকেটের নেতা মোদী। উনি আরএসএস সিন্ডিকেট, গোরক্ষক সিন্ডিকেট, লিঞ্চিং সিন্ডিকেট, দাঙ্গার সিন্ডিকেট, নরহত্যার সিন্ডিকেট, কৃষক হত্যার সিন্ডিকেট, বেকার তৈরী করার সিণ্ডিকেট এর নেতা।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
সবথেকে বড় সিন্ডিকেটের নেতা মোদী – আরএসএস সিন্ডিকেট, গোরক্ষক সিন্ডিকেট, লিঞ্চিং সিন্ডিকেট, দাঙ্গার সিন্ডিকেট, নরহত্যার সিন্ডিকেট, কৃষক হত্যার সিন্ডিকেট, বেকার তৈরী করার সিণ্ডিকেট।
আগের সরকার গায়ের জোরে জমি কেড়ে নিত। ক্ষতিপূরণ পর্যন্ত তাদের দেওয়া হত না। আমি সবসময় সাধারণ মানুষের সমস্যার কথা শুনি ও সমাধান করার চেষ্টা করি।
রাজারহাট নিউটাউনে শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নে ২ হাজার কোটি টাকা সরকার ব্যয় করেছে। একদিন এই নগর সারা বিশ্বকে টেক্কা দেবে। এখানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, কারিগরি ভবন তৈরী হয়েছে। প্রেসিডেন্সী কলেজের নতুন ক্যাম্পাস হয়েছে। এখানে আইটি হাব তৈরী হয়েছে। এই অঞ্চলের সিলিকন ভ্যালীতে যে আইটি হাব তৈরী হবে, সেখানে বহু ছেলেমেয়ে চাকরি পাবে।
নরেন্দ্র মোদীর লজ্জা নেই, দিল্লী থেকে বাংলায় এসে গালাগালি দিয়ে বলছে বাংলায় কিছু হয়নি, আমায় ভোট দিন, আমি এসে করব।
মোদী বাবু গালাগালি দেওয়ার আগে হোমওয়ার্কটা করে আসুন। স্কুলে হোমওয়ার্ক না করে গেলে বাচ্চাদের যেমন শিক্ষক শিক্ষিকারা বকেন, আপনি যে হোমওয়ার্ক না করে এসে এখানে মিথ্যে কথা বলছে, জনগণ যদি আপনাকে বকে, আপনি কি করবেন?
আমরা সব ধর্মের অনুষ্ঠান এখানে পালন করি। এখানে সব পুজো হয় শুধু এখানে মোদী, বিজেপি, কুৎসা, মিথ্যে হয়না।
বাংলায় নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বলার আগে, সরস্বতী পুজোর মন্ত্রটা টেলিপ্রম্পটারে সেভ করে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে, আর সেভ না করলে একদিন আমার সঙ্গে বসবেন, দেখব কার কত মন্ত্র মুখস্ত আছে।
মোদীবাবু নিরামিষ খান বলে এয়ার ইন্ডিয়ার ইকোনমিক ক্লাসে আমিষ খাবার দেয় না। উনি যা খাবেন, সবাইকে সেটা খেতে হবে। সরকারি কর্মচারীদের ওনার সভায় যেতে বাধ্য করা হয়।
নোটবাতিল করে মোদীর লাভ হল। মোদী বলেছিল নোটবাতিল করে কালো টাকা ফেরত নিয়ে আসব, আর ১৫ লক্ষ টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেব। কিচ্ছু হয়নি। বলেছিল নোটবাতিল করে সন্ত্রাস বন্ধ করব। ২৬০% সন্ত্রাস বেড়েছে সন্ত্রাস।
মোদী ক্ষমতায় ফিরলে, দেশে গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না, কোনও মানুষ ভালো থাকবে না, আর নির্বাচন হবেনা। বিজেপি হঠাও দেখ বাঁচাও। মোদী হঠাও দেশ বাঁচাও।