মে ৫, ২০১৯
মোদী বাবু আর দেশের প্রধানমন্ত্রী হবেন নাঃ দাঁতনে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। এদিন তার বক্তব্যে তিনি বলেন যে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরছেন না।
ওনার বক্তব্যের কিছু অংশঃ
মোদী বাবু আর ক্ষমতায় ফিরছেন না। খুব বেশি হলে সারা দেশ থেকে ১৫০-১৬০ টি আসন পাবে বিজেপি, কিভাবে ওরা সরকার গঠন করবে?
সরকার মানুষের বন্ধু মানুষের পরিবার। কেউ বিপদে পরলে তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আমরা ৩৬৫ দিন এই কাজ করি। লোক দেখানোর জন্য শুধু নির্বাচনের সময় কাজ করি না
সাইক্লোনে অনেক বাড়ির ক্ষতি হয়েছে। আমাদের সরকার সেইসব বাড়ি তৈরি করে দেবে। যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদের সাহায্য করা হবে। সরকার মানুষের পাশে আছে আর থাকবেও।
এই জেলায় মাল্টি সুপার হাসপাতাল থেকে মাদার অ্যান্ড চাইল্ড হাব, আইটিআই, পলিটেকনিক কলেজ, নতুন রাস্তা, ব্রিজ সহ অনেক কাজ হয়েছে
বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান সহ কপালেশ্বর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ আমরা শুরু করেছি। বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি
আগে মাওবাদী আন্দোলনের নামে মানুষের ওপর অত্যাচার করা হত। বিজেপি কোন রাজ্যে মাওবাদী সমস্যা সমাধান করতে পারেনি কিন্তু আমরা আমাদের রাজ্যে এই সমস্যা সমাধান করে দিয়েছি। এখন মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মানুষ শান্তিতে আছে। ভাল আছে জঙ্গল মহলের মানুষ
আমরা ঝাড়গ্রাম নতুন জেলা করেছি, যা এখানকার মানুষের দীর্ঘ দিনের ইচ্ছে ছিল
আগে এই সব এলাকার মানুষ খেতে পেত না। পিঁপড়ের ডিম তারা সেদ্ধ করে খেত। তাই আমি ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দেওয়া শুরু করেছি মানুষ যাতে ২ বেলা খেতে পায়
মানুষের সেবা করার চেয়ে বড় কাজ আর কিছু নেই
এটা পঞ্চায়েত, গ্রামসভা বা বিধানসভা নির্বাচন নয়, এটা দিল্লীর নির্বাচন। নরেন্দ্র মোদীকে দিল্লী থেকে সরিয়ে দেওয়ার নির্বাচন। ৫ বছরে উনি কি কাজ করেছেন তার জবাব আমরা চাই
৩৪ বছর ক্ষমতায় থেকে সিপিএম সব এলাকাগুলো জ্বালিয়েছে, আর এখন সিপিএমের হার্মাদ গুলো বিজেপির ওস্তাদ হয়েছে
গত ৫ বছরে নোটবাতিলের নামে সব ব্যবসা, কৃষি, শিল্প বন্ধ করে দিয়েছে, ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে, ২ কোটি বেকার হয়েছে, ১০০ জন মারা গেছেন ব্যাঙ্কের লাইনে দারিয়ে। পেট্রোল ডিজেল সহ সব জিনিসের দাম বেড়েছে। এই কি ওনার আচ্ছে দিন?
পুরো দেশের সর্বনাশ করে দিয়েছে, খালি মন কি বাত আর নিজের প্রচার করে বেড়িয়েছে
নির্বাচনের আগে বলেছিল ১৫ লক্ষ টাকা ফেরত দেবে। দিয়েছে?
ওনার একটাই কাজ – মানুষকে এজেন্সি দিয়ে ভয় দেখানো আর মানুষের ওপর অত্যাচার করা
আগের বার নির্বাচনের সময় ছিল চা ওয়ালা। সাড়ে ৪ মাস বিদেশে ঘুরে বেরিয়ে এখন উনি চৌকিদার হয়েছেন
বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোন পুজো করতে দেয় না
নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় দুর্যোগ আর দুর্ভোগ, উনি থাকলে মানুষ আর শান্তিতে থাকতে পারবে না, তাই নরেন্দ্র মোদীকে বিদায় দিন
বিজেপির মত দাঙ্গাবাজ দল আর কোথাও নেই, ওরা মানুষে মানুষে দাঙ্গা লাগায় আর ভাগাভাগি করে
কখনো দেখেছেন রাজনৈতিক নেতাদের হাতে গদা আর তরোয়াল? রাজনৈতিক নেতাদের কাজ গুণ্ডামি আর দাঙ্গা নয়, মানুষের সেবা করা, মানুষের সেবা না করলে রাজনীতির ঝাণ্ডা হাতে নেওয়া শোভা পায় না
ঝড়, বন্যায় একটা টাকা দিয়ে সাহায্য করে না কেন্দ্র, আর নির্বাচনের সময় শুধু বড় বড় কথা বলে, একটাও ভোট দেবেন না ওদের