সাম্প্রতিক খবর

মে ১৩, ২০১৯

সংবাদমাধ্যমকে কন্ট্রোল করছেন মোদী বাবু: মেটিয়াব্রুজে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদমাধ্যমকে কন্ট্রোল করছেন মোদী বাবু: মেটিয়াব্রুজে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মেটিয়াব্রুজে এক নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সংবাদমাধ্যমকে কন্ট্রোল করছেন মোদী বাবু।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

এই নির্বাচন বাংলার নির্বাচন না, দেশের নির্বাচন। এটা দিল্লীর নির্বাচন। এখানে একটাই সিদ্ধান্ত নিতে হবে, মোদী হঠাও দেশ বাঁচাও। দেশকে বাঁচাতে গেলে মোদীকে হঠাতে হবে। মোদী সারাক্ষণ হিন্দু মুসলমান করে, বাঙালী কে বাঙালীর বিরুদ্ধে লাগায়। অসম থেকে হিন্দু বাঙালী, মুসলমান বাঙালী, বিহারী খেঁদাও করছে।

একজন প্রধানমন্ত্রী হয়ে, এত মিথ্যে বলে। দাঙ্গা করে প্রধানমন্ত্রী হয়েছে। সাড়ে চার বছর দেশ থেকে পালিয়ে বিদেশে ঘুরে বেড়াল। পাকিস্তানে গিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এল। আমাদের বলে পাকিস্তানী। নিজের প্রচার ছাড়া কিছু বোঝে না।

আমি রাজীব গান্ধীর সঙ্গে, নরসিমহা রাও, অটল বিহারী, মনমোহনের সঙ্গে কাজ করেছি, কিন্যু, এরকম মিথ্যাবাদী, অভদ্র প্রধানমন্ত্রী দেখিনি।

বাংলায় সিপিএম জগাই কংগ্রেস মাধাই ও বিজেপি বিদাই। সিপিএমকে ও কংগ্রেসকে জিজ্ঞেস করছি, যদি তুমি বিজেপি বিরোধী হও, তাহলে আমাকে বেশী গালাগাল দাও কেন?

একমাত্র তৃণমূল কংগ্রেস মাথা নত করে না। স্বাধীনতা, নবজাগরণের জন্ম হয়েছে বাংলা থেকে। বিজেপি কে বাংলাকে ভাগ করার?

স্বামী বিবেকানন্দের থেকে বেশী বড় হিন্দু বিজেপি? বেলুড় মঠে মাজার আছে, কোনও ধর্মগুরু ভাগাভাগি করে না।

আমি হিন্দু বাঙালী অঞ্চলে দাঁড়িয়ে যে কথা বলি, মুসলমান বাঙালী অঞ্চলে একই কথা বলব, উর্দুভাষী অঞ্চলে একই কথা বলি।

কাল একটা জাতীয় মাধ্যমে কাল লিখেছে বাংলায় হিন্দুরা ভোট দিতে পারেনি। আমি তাকে বলেছি আবার লিখলে তোমার বিরুদ্ধে কেস করব। আমাদের এখানে হিন্দু মুসলমানরা এসব করে না। তোমরা মোদীর টাকা খেয়ে এসব করছ।

বাংলায় এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না। উনি জানেন কোন ঠাকুরকে কিরম দেখতে? মোদী সারাদিন বলে আমি মুসলিম তোষণ করি, তোষণ আবার কি ওরাও আমার ভাই।

বিজেপি অসভ্যের দল। পাঁচ বছর কি করল? নোটবাতিল করে দেশকে লুঠল, গ্যাসের দাম বাড়াল, পেট্রোল ডিজেলের দাম বাড়াল, ১২ হাজার কৃষক আত্মহত্যা করল, ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশী বেকারত্ব, সংখ্যালঘু তপশিলি সাংবাদিক পুলিশদের খুন করেছেন।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের এখানে ঝামেলা করছে। কেন্দ্রীয় বাহিনী এনেছে বিজেপিকে বাঁচাতে। কেন্দ্রীয় বাহিনী বুথে গিয়ে বলছে মোদীকে ভোট দিতে, বুথে গুলি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশের অধীনে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। আমাদের সঙ্গে জবরদস্তি করছে।

সকলকে সিবিআই, ইডি দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। একমাত্র আমি ভয় না পেয়ে ওনার বিরুদ্ধে কথা বলেছি।

দিল্লী, অসম থেকে নেতা নিয়ে এসেছে। বিভিন্ন হোটেলে ওদের রেখেছে। আরএসএসের লোকদের বলছে ডায়মন্ড হারবারকে টার্গেট করে ভোটের আগে দাঙ্গা লাগাও, যত টাকা লাগবে মোদী দেবে। আমি ওদের বলি, এখানে টাকা দিয়ে কাজ হয় না।

আমি প্রাণ দেব কিন্তু বিভাজন হতে দেব না। মোদী এলে দেশ বাঁচবে না।

এক সাইনবোর্ড নেতা আজ বাংলায় এসে বলেছেন আমরা বাংলাকে কাঙাল করেছি। উনি জানেন কাঙালের মানে কি? বড় বড় কথা বলছ, আগামী দিন যখন ক্ষমতায় থাকবে না, থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে।

আমায় খুন করবে? জেলে পুরবে? আমি তোমায় কেয়ার করি না। ২৩ তারিখ বাক্স খুললেই দেখা যাবে বিজেপি ফাঁকা।

কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে আমাদের অসম্মান করছে বিজেপি।

মোদীর ওপর ভরসা নেই। আমরা দাঙ্গা চাই না, বিজেপি চাইনা, গোরক্ষক চাই না।