মে ৯, ২০১৯
মোদিবাবু আগে হোমওয়ার্ক করুন তারপর বাংলায় আসবেন: পুরুলিয়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পুরুলিয়ার শিমুলিয়াতে একটি নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা সবাই পুরুলিয়ার মাটিকে ভালোবাসি। আমি বারবার এখানে আপনাদের জন্য ছুটে আসি। এই পুরুলিয়ার বর্ডার দিয়ে বিজেপিকে বিদায় করুন। তিনি বলেন, মোদিবাবু আগে হোমওয়ার্ক করুন তারপর বাংলায় আসবেন।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- আমরা সবাই পুরুলিয়ার মাটিটাকে ভালোবাসি। আমি বারবার এখানে আপনাদের জন্য ছুটে আসি। এই পুরুলিয়ার বর্ডার দিয়ে বিজেপিকে বিদায় করুন।
- বিজেপি জানে তারা হারছে তাই তারা বাংলায় ঘুরে বেড়িয়ে চেষ্টা করছে যদি দাঙ্গা লাগিয়ে দু’একটা আসন পায়।
- মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিয়েছে। মোদীকে জিজ্ঞেস করুন আপনারা তিনি পাঁচ বছরে কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, তার করে আঙুলের সমান কাজও মোদী করেনি।
- মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছুই কাজ না করে, তাহলে দিল্লীর সরকার কি করে বাংলাকে পরপর পাঁচবার কৃষি কর্মন পুরষ্কার দিল? মোদীবাবু আগে হোমওয়ার্ক করে আসুন।
- মোদী বাবুর আমলে গত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সবথেকে বেশী। সেখানে বাংলায় একমাত্র ৪০% বেকারত্ব কমেছে।
- পুরুলিয়াকে আগে কিছুই ছিল না। এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরী করছি।
- নির্বাচনের আগে এসে বলছে জলের জন্য একটা দপ্তর করতে হবে। এতদিন মোদী কি করছিল? কারণ এখানকার মানুষ জল পায় না। এতদিন মুখ বুজে বসেছিলে? ৫ বছর ঘুরে বেড়িয়ে এখন নির্বাচনের সময় মনে হচ্ছে জলের জন্য আলাদা দপ্তর করার?
- মোদী কোনও খোঁজই রাখে না। জলের জন্য আলাদা দপ্তর আছে। ইতিমধ্যেই জন স্বাস্থ্য কারিগরি দপ্তর আছে মানুষের জলের যাতে অসুবিধে না হয়, লোকে যাতে জল পায় নজর রাখবে, এই এলাকায় জল পাওয়া যায় না।
- উনি কিছু জানেই না, একটা অপদার্থ প্রধানমন্ত্রী।
- পুরুলিয়া আমাদের রূপসী বাংলা। এখানকার অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড় প্রতিটি জায়গা এত সুন্দর। রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, বাঁকুড়ায় আইটিআই কলেজ হছে, পলিটেকনিক কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে,নার্সিং ইন্সটিটিউট হচ্ছে।
- আপনাদের দিল্লীতে ডেকে নিয়ে গিয়ে মিথ্যে কথা বলেছিল, আদিবাসীদের সঙ্গে মাহাতদের ঝগড়া লাগাতে চেয়েছিল। আদিবাসীদের রক্ষা করা আমাদের দায়িত্ব। সবাই সবার মত থাকবে।
- বড় বড় কথা বলছে, এখানে বলছে আমি নাকি থাপ্পড় মারব বলেছি। আমি গণতন্ত্রের থাপ্পড় বলেছি। আগে ভাষা বুঝতে শিখুন। গণতন্ত্রের থাপ্পড় মানে আপনাকে ভোট না দেওয়া।
- আপনি দীর্ঘ দিন বাঁচুন। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমি থাপ্পড় মারা, পাথর মারার রাজনীতি করিনা
- আপনি বলেছেন কোল মাফিয়ারা তৃণমূল কংগ্রেস করে। কয়লা দপ্তর কার অধীনে? মন্ত্রী কেন্দ্রীয় সরকারের। কয়লাখনি পাহারা দেয় সিআইএসএফ। সবই তোমার আর দোষ দিচ্ছ তৃণমূল কংগ্রেসকে?
- এলপিজি গ্যাস দেওয়ার নাম করে আপনার লোকরা কত টাকা নিয়েছে? একটু মুর্শিদাবাদের খাতাটা খুলব?
- গরু পাচারে কোন কোন মন্ত্রী জড়িত, একটু খাতা খুলব?
- পুরুলিয়ায় একটা মিছিল করার ক্ষমতা নেই, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসতে হচ্ছে। ঝাড়খণ্ডে কোনও উন্নয়ন করেনি, ওখানেও এই নির্বাচনে ওরা হারবে।
- মোদীবাবু সব জায়গায় হেরে যাবেন বলে ভুলভাল কথা বলছেন, কি বলছেন বুঝতেই পারছেন না।
- ওনার সভায় এখন চেয়ার আর বোতল ছোঁড়াছুড়ি হচ্ছে, পুলিশকে বোতল ছুঁড়ে মারছে।
- গণতন্ত্রের ৩টে ভিতের একটা হল সংবাদমাধ্যম। এই মুহূর্তে জাতীয় সংবাদমাধ্যম আর নিরপেক্ষ নয়। সাংবাদিকদের দোষ নেই। দ্বিতীয় ভিত্তি, বিচারব্যবস্থা। আরেকটি ভিত্তি হল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি।
- গুজরাটে রোজ ঝামেলা হয়, বিরোধীদের ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি। সেখানে ভোট করাতে কটা কেন্দ্রীয় বাহিনী গেছে? মহারাষ্ট্রে কটা কেন্দ্রীয় বাহিনী গেছে? সাংবাদিকদের বলব খবর নিতে। উত্তরপ্রদেশে রোজ মানুষ মারে দাঙ্গা করে, সেখানে কটা কেন্দ্রীয় বাহিনী গেছে? শুধু বাংলায় ১০০% কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয়?
- মোদী বাবু বাংলাকে এত অসম্মান কেন? আপনি বাংলার পুলিশকে বিশ্বাস করেন না? সব রাজ্য পুলিশ তো এক।
- সুশৃঙ্খলভাবে একটি সভা পরিচালন করতে পারেন না, আপনি দেশ চালাবেন? আমাদের সভায় তো বোতল ছোঁড়াছুঁড়ি হচ্ছে না।
- আগে বাংলার সংস্কৃতিটা শিখুন, আপনার দলের আর আপনার সংস্কৃতি গুণ্ডা গাদ্দারি করা, তৃণমূলের সংস্কৃতি এটা নয়। আমাদের দল মা মাটি মানুষের দল।
- পুরুলিয়ায় যা শান্তি আছে, ঝাড়খণ্ডে নেই, গুজরাটে নেই। আমরা সব ধর্মের সব মানুষের পাশে আছি।
- নোটবাতিলে আপনারা যখন কষ্ট পেয়েছিলেন, তখন দেখতে আসেনি, বন্যা হলে দেখতে আসেনা, খরা হলে দেখতে আসেনা, শুধু ভোটের সময় হলেই ভোট চাইতে চলে আসে।
- আগে ছিল চাওয়ালা আর এখন হয়েছে চৌকিদার। আমাদের এরকম চৌকিদার চাইনা।
- ফ্যাসিবাদী মোদীকে গণতান্ত্রিকভাবে হারাতে হবে। ওদের গণতান্ত্রিক ভাবে কবর দিন যাতে আর মানুষের ওপর অত্যাচার করতে না পারে।