মে ২৪, ২০১৯
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতায় মমতাবার্তা, 'মানি না'

লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরে তাঁর প্রতিক্রিয়া কবিতার মাধ্যমে প্রকাশ করলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ নির্বাচনী প্রচারে অক্লান্ত হেঁটেছেন তিনি। অসংখ্য জনসভায় নিরন্তর ভাষণ দিতে কখনও ক্লান্তিতে ভেঙে পড়েননি। পাশাপাশি, তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়েছে সোশ্যাল মিডিয়াও। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর শুক্রবার টুইটারে একটি কবিতা পোস্ট করেছেন তৃণমূলনেত্রী।
‘মানি না’ শীর্ষক এই কবিতা রাজ্যবাসীর প্রতি তাঁর বার্তা বলে মনে করছেন অনেকেই। টুইটারেট্টির দাবি, তার মাধ্যমেই নিজস্ব ভঙ্গিতে সদ্য প্রকাশিত নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেত্রী।
কবিতাটি বাংলায় হলেও তার হিন্দি এবং ইংরেজি অনুবাদও একই সঙ্গে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতি ছত্রে সাম্প্রদায়িকতা ও হিংসার বিরুদ্ধে আপসহীন লড়াইয়ে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মমতা।