মে ১৮, ২০১৯
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে এবার কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মূর্তি ভাঙচুর কাণ্ডে এ বার কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ লাইনের ওই কবিতাটি ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কবিতার নাম দিয়েছেন ‘লজ্জিত’।
গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোতে ধুন্ধুমার কাণ্ডের জেরে বিদ্যাসাগর কলেজ চত্বরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়. সেই ঘটনা নিয়েই মমতার এ বারের কবিতা।
পরোক্ষে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাঙতে শিখেছ, গড়তে শেখনি, ভাঙাই তোমাদের কাজ…।’ আবার শেষ পংক্তিতে তিনি লিখেছেন, ‘তোমাদের আছে অর্থের জোর/ আর আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা/ বিদ্যার সাগর আমরা লজ্জিত…’।