সাম্প্রতিক খবর

মে ২৭, ২০১৯

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তের কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তের কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন:

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০ বছরের পুরনো মূর্তি ভেঙেছে এবং আক্রমন করেছে। এর তদন্ত করার জন্য কমিটি করা হয়েছে।

ওইদিন কি হয়েছে, কেন হয়েছে? যদিও এফআইআর হয়েছে, ৩৫ জন এরেস্ট হয়েছে।

আজকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রসচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাঁর নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।

আলাপন বন্দ্যোপাধ্যায় এই কমিটির চেয়ারম্যান। আর থাকছেন কলকাতার নগরপাল জাভেদ শামিম, আইপিএস, ACP কৌশিক দাস, এবং বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ।

এই কমিটিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।