সাম্প্রতিক খবর

মে ২, ২০১৯

‘গদ্দার’দের জামানত জব্দ করতে হবেঃ ভাটপাড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘গদ্দার’দের জামানত জব্দ করতে হবেঃ ভাটপাড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় প্রথম নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯শে মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং আগামী ৬ই মে ব্যারাকপুরের (যার অধীনে ভাটপাড়া পড়ে) লোকসভা নির্বাচন।

নিজের বক্তব্যে তিনি বিজেপি-তে যোগদানকারী ‘গদ্দারদের’ আক্রমণ করে বলেন, এমন কিছু লোক রয়েছে যারা কখনো সন্তুষ্ট হয় না। এই নির্বাচনী এলাকার দুটি ‘গদ্দার’ রয়েছে যারা শুধু নিজেদের জন্য আরও বেশি সুবিধা চায়।

গদ্দারদের জামানত জব্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • কিছু কিছু লোককে কখনোই সন্তুষ্ট করা যায় না। এখানে দু জন আছে যারা দল থেকে সব নেওয়ার পরও গদ্দারি করেছে। ওদের সব কিছু চাই – আমরা কি করে এত দেব? ভগবানও এত কিছু দিতে পারে না
  • বিজেপি, আরএসএসের কিছু গুন্ডা আছে যারা আগুন জ্বালায়। আমাদের লোকেরা আগুন জ্বালায় না। পরশু দিনও করেছে, আমারা দাঙ্গাবাজকে কখনো ছাড়ি না, এত লাটসাহেবি এখানে চলবে না। অনেক গুন্ডাগিরি দাদাগিরি হয়েছে – নির্বাচন শীঘ্রই শেষ হয়ে যাবে, তারপর ওদের কি হবে?
  • তৃণমূলের জন্মলগ্ন থেকে এখানকার মানুষ সমর্থন করেছে, মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমার অভিনন্দন
  • আমরা এখানে অনেক কাজ করেছি। মঙ্গল পাণ্ডে পার্ক করা হয়েছে ব্যারাকপুরে। নলহাটি, ব্যারাকপুর, বারাসাতে আমরা স্টেডিয়াম করেছি।
    এখানে আমরা একটা বিমানবন্দর করতে চাই
  • বাংলায় হিন্দিভাষী – বাংলাভাষী সবাই একসাথে থাকে, এখানে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে। এখানে হিন্দু মুসলমানে কোনও ভেদাভেদ নেই
  • এই নির্বাচন দিল্লীর, নরেন্দ্র মোদী ৫ বছরে কি কাজ করেছেন তার কৈফিয়ত চাইবার দিন, উনি আজ পর্যন্ত বলেননি উনি কি কি কাজ করেছেন
  • বাংলায় এসে বলছে ৪০ টি বিধায়ক নাকি ওনার সাথে যোগাযোগ রাখছেন। আমি তাদের একজনের নাম জানতে চাই। লোকসভার নির্বাচন করতে এসে বিধানসভার জন্য ঘোড়া কেনা বেচা করছে, লজ্জা করে না ওনার। প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শোভা পায় না। টাকা দিয়ে বিজেপিকে কেনা যায়, তৃণমূলকে নয়।
  • ২টো গদ্দার আছে এখানে, একজন আমার কাছে লোকসভার টিকিট চেয়েছিল আমি দিইনি, টিকিট পায়নি বলে গদ্দারি করেছে, সব জায়গাতেই এরকম দু একটা গদ্দার থাকে
  • তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হলেও তারা সর্বভারতীয় দলের মর্যাদা পেয়েছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট কথা বলতে পারে। সিবিআই, এজেন্সি বা নরেন্দ্র মোদীর কথাকে তৃণমূল ভয় পায় না
  • বাইরে থেকে কিছু আরএসএস-এর প্রচারককে বাংলায় পাঠিয়েছে। বড় বড় টাকার বাক্স নিয়ে ঘুরছে। এটাই ওদের সংস্কৃতি
  • মোদী সারা ভারতে হারবে। লোকে আর এখন মোদী বাবুর কথা শুনছে না, অন্যান্য রাজ্যে ওনার সভায় আর লোক হচ্ছে না তাই এখন উনি বারবার বাংলায় আসছেন
  • ৫ বছরে টিভিতে বসে শুধু নিজের প্রচার (মন কা বাত) করেছে। আর ৯৯% মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে, কেউ প্রতিবাদ করলে তার চ্যানেল বন্ধ করার হুমকি দেয় নাহলে সিবিআই ইনকাম ট্যাক্স পাঠায়। ওনার ভয়ে কোন মানুষ কথা বলতে পারে না। একমাত্র বাংলাই লড়াই করতে পারে
  • আগের বার নির্বাচনের আগে বলেছিল আচ্ছে দিন আনবে। রান্নার গ্যাস, ডিজেল-পেট্রোল সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, ২ কোটি লোক বেকার হয়ে গেছে, মানুষের ওপর অত্যাচার করছে, ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে – এই কি আচ্ছে দিনের নমুনা? এভাবে দেশ চলে?
  • আগে বলেছিল উনি চাওয়ালা আর কেটলি নিয়ে ঘুরে বেড়াত, এখন শুধু জেটলি আছে তাও আবার ৬ মাস থাকে ৬ মাস থাকে না
  • আর এবার উনি চৌকিদার হয়েছেন… (সঙ্গে সঙ্গে জনতার চিৎকার চৌকিদার চোর হ্যায়)
  • মানুষের কথার ওপর কিছু হয় না, মানুষের রায় সবচেয়ে বড় রায়। সবাই মিলে ওদের বিরুদ্ধে ভোট দিন
  • মোদী দেশের সবচেয়ে বড় শত্রু। নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকবে না, কোন ধর্ম থাকবে না। শুধু অধর্ম, গুন্ডাবাজি হবে
  • ১৮৫৭ সালে এই ব্যারাকপুরেই সিপাহী বিদ্রোহ হয়েছিল, অনেক ঐতিহাসিকের মতে সেটাই স্বাধীনতা প্রথম আন্দোলন। আমি ব্যারাকপুরের মানুষকে বলব এবার বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে আপনারা এই ব্যারাকপুরে আর এক ইতিহাস তৈরি করুন
  • নির্বাচনের সময় রামের কথা মনে পড়ে আর ৫ বছরে একটা রাম মন্দির করতে পারেনি আর পারবেও না। বাংলায় আমরা সব তীর্থ স্থানগুলির সংস্কার করেছি দরকার হলে ওরা এসে দেখে যাক
  • কোন কাজ না করে ভোট চাইছে আর জবরদস্তি করছে মানুষের ওপর
  • আমরা সব ধর্ম পালন করি, সব ধর্মকে সম্মান করি কারণ আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি
  • ওরা নিজেরা বোম মেরে সব ঘরে গিয়ে বলবে মুসলমান করেছে, এইভাবে দাঙ্গা লাগাচ্ছে। ওদের ফাঁদে পা দেবেন না। এইসব বাংলায় চলবে না
  • আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, মা মাটি মানুষের দল আপনাদের সকলের সঙ্গে আছে