সাম্প্রতিক খবর

মে ৯, ২০১৯

বিজেপি নির্বাচনের সময় কেন্দ্রীয় দপ্তরগুলোকে ব্যবহার করছেঃ খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি নির্বাচনের সময় কেন্দ্রীয় দপ্তরগুলোকে ব্যবহার করছেঃ খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে বলেন যে কেন্দ্রীয় দপ্তরগুলোকে নির্বাচনের সময় ব্যবহার করছে বিজেপি।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • খড়গপুর একটা কসমোপলিটন এলাকা, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন
  • এখানকার আইআইটি বিখ্যাত, এটা রেলের একটা বড় জায়গা। কিন্তু এখন এখানে রেলের কাজ ঠিক করে হয় না। এর জন্য শ্রমিকরা দায়ী নয়, যারা পরিচালনা তাদের এটা দায়িত্ব
  • এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, ক্লাস্টার তৈরি করা হয়েছে। আগামীদিনে খড়গপুর ব্যবসার একটা বড় জায়গা হবে আর তখন এখানে অনেক কর্মসংস্থান হবে
  • এখানে পানীয় জলের সমস্যা আছে, আমরা সেই সমস্যার কিছু সমাধান করেছি, বাকিটাও করব। আমি চাই এই এলাকার সৌন্দর্যায়ন হোক, কারণ এই জেলা স্বাধীনতা সংগ্রামীদের জেলা, এখান থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের নামে আমরা একটি সরকারি কমিটি তৈরি করেছি, আমি ওই এলাকায় গিয়ে ওনার বাড়িটাও দেখে আসব, বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হবে
  • ২০১৬ সালে বিজেপি এখানে জেতার পর ৩ বছরে কি কাজ করেছেন এখানকার বিধায়ক? অনেক বড় বড় কথা বলেছিল। উনি একটাই কাজ পারেন। গদাবাবু শুধু গদা নিয়ে ঘুরে বেড়াতে পারেন
  • বিজেপি ৫ বছরে রামের কথা মনে পরে না। এই ৬-৭ বছরে ওরা একটা রাম মন্দির বানাতে পারন নি কেন? নির্বাচন এলে উনি রাম মন্দিরের কথা বলেন, রাম কি ওনার নির্বাচনের এজেন্ট?
  • গুজরাতে প্যাটেলের মূর্তি করেছেন, অথচ গান্ধীজির মূর্তি করেনি, কিন্তু গান্ধীজিও ওখানকার লোক। ওনারা দেশের নেতাদের মনে রাখেননি, ওনারা শুধু নিজেদের মনে রেখেছেন
  • জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে টাকা বাতিল করে নিজেরা থোকা থোকা টাকা করেছে আর তাই দিয়ে নির্বাচন করছে
  • ওদের এক হাতে ঝাণ্ডা আর অন্য হাতে ডাণ্ডা, আর সঙ্গে আছে আরএসএসের কতগুলো পাণ্ডা। আরএসএস-এর লোকগুলো আগে হাফ প্যান্ট পরে দৌড়ত আর এখন শপিং মল আর টাকার বাক্স নিয়ে ঘুরছে। আর বিজেপিকে বোঝাচ্ছে যে তাদের ক্ষমতায় থাকতেই হবে
  • এবার ওরা কোথাও একটাও সিট পাবে না, কোন অঙ্কেই উনি এবার প্রধানমন্ত্রী হবে না। তাই হারার ভয়ে বিজেপির নেতারা উল্টোপাল্টা কথা বলছে, আর হারাতঙ্ক রোগে ভুগছে
  • এটা বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা কেন্দ্রের নির্বাচন, এটা তো মোদী বাবুর নির্বাচন, উনি ৫ বছরে কি করেছেন তা না বলে বাংলার সরকারকে কেন গালাগালি দিচ্ছেন
  • ৫ বছরে উনি ডিজেল-পেট্রোলের দাম বাড়িয়েছেন, নোটবাতিল করেছেন, জনধন কেলঙ্কারি, এমএসএমই কেলঙ্কারি, পেটিএম কেলঙ্কারি এসব থেকে কত টাকা কামিয়েছেন, কে তার হিসেব দেবে?
  • আগে ছিল চা-ওয়ালা আর এখন বিদেশে ঘুরে বেরিয়েছে উনি নাকি দেশের চৌকিদার হয়েছেন
  • দাঙ্গা করে অনেক মানুষ মেরে ক্ষমতায় এসেছেন। তখন আমরা ভেবেছিলাম হয়তো ওনার কিছু পরিবর্তন হয়েছে, ভালো কাজ করবে কিন্তু উনি ওনার স্বভাব পাল্টাননি
  • দেশে আর ওনার সভা কেউ শুনছেন না তাই এখানে লোক জড়ো করে সভা করতে হচ্ছে। আর সেই সভায় লকজন চেয়ার ছোঁড়াছুড়ি করছে
  • আপনি যত ইচ্ছে সভা করুন দরকার হলে ১০০০ টা সভা করুন কিন্তু ভদ্রভাবে করুন। একজন প্রধানমন্ত্রী এসে যদি ৫৬ ইঞ্চি ছাতি দেখিয়ে রাবণের মত কথা বলেন তাহলে বাংলার মানুষ তা সহ্য করবে না, আপনার ঔদ্ধত্য, অহংকার, হুমকিকে ভয় পায় না বাংলার মানুষ
  • এই ৫ বছরে ওনার আমলে ১২০০০ কৃষক আত্মহ্যত্যা করেছে, অনেক শিল্প বন্ধ হয়ে গেছে। কোন মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় না। ওদের বিরুদ্ধে লিখলে তার চাকরি চলে যায়, তাকে ভয় দেখানো হয়। সব ইন্সটিটিউশনগুলো ওনার আঙুলের ইশারায় চলছে। রাজস্থানে কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন উনি? কোন মিডিয়া রিপোর্ট করতে পারবে?
  • কেন্দ্রের দপ্তর গুলোকে ভাগাভগি করে দিয়েছেন যেমন ভাবে উনি দাঙ্গা করে মানুষে মানুষে ভাগাভাগি করেন
  • প্রধানমন্ত্রীর মুখে মিথ্যে কথা শোভা পায় না, হোমওয়ার্ক করে কথা বলবেন। একজন প্রধানমন্ত্রী যা ইচ্ছে তাই বলতে পারে না
  • ওদের বিধায়ক সামান্য সম্মান দিয়ে কথা বলতে পারে না, রাজনীতি কে এরা নষ্ট করে দিয়েছে। তাকে গণতন্ত্রকে উজ্জীবিত করার জন্য জন্য ওদের কবর দিন