সাম্প্রতিক খবর

মে ৭, ২০১৯

বিজেপির আচ্ছে দিনের প্রতিশ্রুতি কোথায় গেলঃ রানিবাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির আচ্ছে দিনের প্রতিশ্রুতি কোথায় গেলঃ রানিবাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বাঁকুড়ার রানিবাঁধে নির্বাচনী জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে তিনি বিজেপিকে প্রশ্ন করেন তারা যে আচ্ছে দিন আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কোথায় গেল সেই আচ্ছে দিন? তাই ওদের একটাও ভোট দেওয়া উচিৎ নয়।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • বিজপি বলেছিল আচ্ছে দিন আনবে, কোথায় গেল সেই আচ্ছে দিন? ১৫ লক্ষ টাকাও ওরা ফেরত দেয়নি। প্রতিশ্রুতি মত চাকরিও দেয়নি। অন্যদিকে ২ কোটি মানুষ বেকার হয়েছে আর ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে
  • এই এলাকা আমার কাছে নতুন নয়। আমি এখানে অনেক বছর ধরে আসি, মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে এখানে আসি। আগে এই এলাকাগুলো মাওবাদীদের দখলে ছিল, তখন শুধু মানুষের ওপর অত্যাচার হত। আমাদের সরকার আসার পর মানুষ শান্তিতে আছে
    বিজেপি ওদের একটা রাজ্যকেও মাওবাদী মুক্ত করতে পারেনি। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছি। আমি খুশি যে আমার আদিবাসী ভাইবোনেরা এখন শান্তিতে আছে, ভালো আছে
  • গরমকালে এখানে পানীয় জলের খুব কষ্ট। তাই ৩০০০ কোটি টাকার একটি লোয়ার ডিভিসি প্রজেক্ট নেওয়া হয়েছে, এর মাধ্যমে পানীয় জলের সমস্যা, সেচের জলের সমস্যা আর বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। এর ফলে বাঁকুড়া বর্ধমান, হাওড়া ও হুগলিতে বন্যা নিয়ন্ত্রন সম্ভব হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের একটা অংশের কাজ সম্পূর্ণ হয়েছে
  • গরমে জল পাওয়া যায় না, দামোদর নদীর জল ছাড়লে প্রতিবার এখানে বন্যা হয়। তাই আমরা এই সব এলাকা নতুন করে আধুনিকীকরণ করব, তাহলে মানুষ ভালভাবে জল পাবে
  • আমি এখানে আমার কাজের কথা বলতে আসিনি। এটা বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা দিল্লীর নির্বাচন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কিনা তার নির্বাচন। কিন্তু মানুষ আর ওদের চায় না
  • দিল্লীতে ৫ বছর বিজেপি ক্ষমতায় ছিল। কোন কাজ করেনি, শুধু দাঙ্গা করেছে, মানুষের মধ্যে ভাগাভাগি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে আর মানুষ খুন করেছে
  • আজ পর্যন্ত কেন্দ্র ডিভিসি র আধুনিকীকরণ করেনি, বলতে বলতে মুখ ব্যাথা হয়ে গেছে উনি আমাদের কথা শোনেনি। ডিভিসি যখন জল ছাড়ে তখন বন্যায় এই সব এলাকা ভেসে যায়
  • নরেন্দ্র মোদী মানুষকে খাবার-পোশাক-আশ্রয় কিছু দেয়নি। উনি শুধু মানুষকে বেকার বানিয়েছেন
  • আগে উনি ছিলেন চা ওয়ালা, পুরো মিথ্যে কথা উনি কোনদিন চা ওয়ালা ছিলেন না। আর এখন হয়েছেন চৌকিদার। ৫ বছর বিদেশ ঘুরে বেড়িয়েছেন, সবাইকে ধমকেছেন আর চমকেছেন আর ওনার ক্যাডাররা ডাণ্ডা, গদা আর তরোয়াল নিয়ে বেরিয়ে টাকা বিলি করছে মানুষকে
  • ওরা এখানে এসে সমানে মিথ্যে কথা বলে যে আমি নাকি বাংলায় দুর্গা পুজো করতে দিই না। ওনার কোন ধারণা আছে মা দুর্গা সম্বন্ধে – মা দুর্গা কেমন দেখতে, তাঁর কটা অস্ত্র উনি জানেন? আমরা বাংলায় সব ধর্মের সব উৎসব পালন করি, আমি ওদের কথা মানব না, আমি মরে গেলেও বিজেপির স্লোগান বলব না।
  • আমাদের স্লোগান জয় হিন্দ, বন্দে মাতরম। আমি বাংলায় সব ধর্ম মানি। আর ওরা কোন দেবদেবী মানেন না তার বদলে দেবদেবী আর ধর্ম নিয়ে রাজনীতি করে দাঙ্গা লাগায়
  • বিজেপিকে একটাও ভোট দেবেন না, ওরা নোটবাতিল করেছিল তাই মানুষ এবার ওদের ভোট বাতিল করবে। কোনদিন বাংলায় আসে না। বন্যা হলেও না ক্ষরা হলেও না আর এখন নির্বাচনের সময় আসছে ভোট চাইতে
  • ঝাড়খণ্ডে বিজেপি আদিবাসীদের জমির পাট্টা কেড়ে নিচ্ছিল, আমি লোক পাঠিয়ে আন্দোলন করে তা থামিয়েছি। আমরা একমাত্র সরকার যারা আইন করে আদিবাসীরা তাদের জমির অধিকার ফিরিয়ে দিয়েছে
  • আমরা আদিবাসীদের জঙ্গলের অধিকার দিয়েছি, কেন্দু পাতার দাম বাড়িয়েছি, যারা কেন্দু পাতা সংগ্রহ করে তাদের পেনশনের ব্যবস্থা করেছি। আদিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছি
  • আমরা হিন্দি বিশ্ববিদ্যালয় করেছি আর ভবিষ্যতে অল চিকি বিশ্ববিদ্যালয়ও করব