মে ৯, ২০১৯
২৩শে মে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজবেঃ বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বাঁকুড়ায় একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আগামী ২৩ শে মে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজবে রাজনৈতিকভাবে।
তিনি আরও বলেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতাই নেই। একজন কাউন্সিলরের যা যোগ্যতা আছে ওনার তাও নেই।
ওনার বক্তব্যের কিছু অংশঃ
আগামী ২৩ শে মে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজবে রাজনৈতিকভাবে
উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। কি কর্কট মুখের ভাষা ওনার। এমনকি একটা কাউন্সিলরের যা যোগ্যতা আছে ওনার তাও নেই, টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন
বাঁকুড়া, পুরুলিয়ায় গরম সবচেয়ে বেশি হয়। এখানে নির্বাচন অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু নরেন্দ্র মোদী নিজের সুবিধার জন্য ৩ মাস ধরে নির্বাচন করছে। যাতে উনি সব জায়গায় সময় নিয়ে ঘুরে বেড়াতে পারেন
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই বাংলার মাটি রবীন্দ্র-নজরুলের। আজকের এই দিনে বাংলায় দাঁড়িয়ে একজন এক্সাপায়ারি প্রধানমন্ত্রী কতগুলো মিথ্যে কথা বলে গেলেন, ওনার লজ্জা করে না
একজন ঔদ্ধত্য, দাম্ভিক, এক্সাপায়ারি প্রধানমন্ত্রী, পুরুলিয়া বাঁকুড়া সম্পর্কে উনি কিছু জানেনই না। এখানকার ছাত্রছাত্রীরা খুব ট্যালেন্টেড, সেই সম্পর্কে ওনার কোন ধারণাই নেই
এটা বিধানসভা নির্বাচন নয়, লোকসভার নির্বাচন। মানুষ জিজ্ঞেস করছে নরেন্দ্র মোদী ৫ বছরে কি করেছেন? মানুষ কৈফিয়ত চাইছে
এখানে এসে বলেছেন তৃণমূলের প্রার্থী নাকি কোল মাফিয়া, আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি – আমার যে ৪২ জন নির্বাচনে লড়ছে তাদের মধ্যে একজনকেও কোল মাফিয়া প্রমাণ করতে পারলে আমি আমার ৪২ জন প্রার্থী withdraw করে নেব। কয়লা কেন্দ্রের আওতায়। সেখানে ওদের পুলিশ পাহারা দিচ্ছে। আর ওদের দলের লোক দালালি করছে আর উনি বলে যাচ্ছে তৃণমূল কোল মাফিয়া? ওনাকে এর জবাব দিতে হবে
আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। আমি যদি সেটা বাজারে ছেড়ে দিই তাহলে কোল মাফিয়ার মত অনেক কাগজ বেরিয়ে যাবে। সেখানে কেন্দ্রীয় সাংসদ ও মন্ত্রী গরু পাচারের ব্যবসা করছে। কোন মিডিয়া যদি রেডি থাকে আমি তাহলে ওদের পেন ড্রাইভ দিয়ে দেব
কিন্তু বিজেপির বিরুদ্ধে কোন মিডিয়া কথা বলে না কারণ সাংবাদিকদের দোষ নেই , ওদের মালিক ওদের এই কাজ করতে দেবে না
গ্যাস কেলেঙ্কারি, গরু পাচার করবেন কত টাকার ডিল করেছেন? রাফালের নথি কোথায় গেল? নোটবাতিলের টাকা কোথায় গেল? জনধন কেলেঙ্কারি? গুজরাতে যখন মুখ্যমন্ত্রী ছিলেন গ্যাস বিদ্যুৎ কেলেঙ্কারি, ভ্যাপম কেস থেকে শুরু করে কি না করেছেন? সেই ফাইলের পাতাগুলো খুলব নাকি? অন্যকে সারদা বলে সাহারার দায়েরি লুকিয়েছেন। গোধরা থেকে গুরজাতের দাঙ্গা করে মানুষ মেরেছেন আর পুলিশ কে ভয় দেখিয়ে ক্লিন চিট পেয়েছেন। এসব আর বেশিদিন চলবে না
চিট ফান্ড করেছিল সিপিএম, তাদের কাউকে গ্রেপ্তার করেননি কারণ ওদের সাথে আপনার । আমি ভদ্রতা করছি তাই আপনারা সমানে আমাদের নামে মিথ্যে কথা বলে যাচ্ছেন। চিট ফান্ডের নেতাকে আমরা গ্রেপ্তার করিয়েছিলাম কাশ্মীর থেকে। আপনার ৪-৫ মন্ত্রীর ফাইল কেস আমার কাছে বন্দী আছে
গণতন্ত্রের তিনটি পিলার মিডিয়া, জুডিসিয়ারি আর নির্বাচন কমিশন, সবাইকে ওরা ভয় দেখাচ্ছে
গুজরাত, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে উনি কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন? আমি কোন ফোর্সের বিরুদ্ধে নই। আর উনি এখন বাংলায় ১০০% সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করাতে চান, কেন? বাংলায় জোর করে ভয় দেখিয়ে নির্বাচন করবেন নাকি?
নির্বাচনের সময় মিটিং সেখানেই করতে দেওয়া হয় যেখানে জমির মালিক অনুমতি দেয়। আজ উনি যেখানে সভা করেছেন সেখানের সব জমির মালিকরা অনুমতি দেয়নি, সেখানে অফিসারদের কি দোষ? উনি ভয় দেখিয়ে পারমিশন করিয়ে নিয়েছেন, আমার কাছে সব ডকুমেন্ট আছে। ক্ষমতায় আছেন বলে সব সংস্থাগুলোকে হুমকি দিচ্ছে
ওরা ভাবছে উত্তরপ্রদেশে তো সিটগুলো হারবে তাই বাংলা থেকে যদি কয়েকটা সিট পাওয়া যায় তাই এখানে বারবার আসছে। সব জায়গায় ওরা শূন্য পাবে
বিজেপি ঝাড়খণ্ডে কেন কোন কাজ করেনি? ওখানে ওরা গো হারা হারবে। টাকা আর এজেন্সি দিয়ে ওরা মিটিং করছে। আর আমাদের কর্মীরা না খেয়ে নিজেদের ইচ্ছেয় সভায় আসে
আমার পরিবার মানুষের পরিবার।মা মাটি মানুষ আমার পরিবার। যে নিজের পরিবারের খোঁজ রাখে না সে আমার পরিবার নিয়ে কথা বলে!
দুর্যোধন দুঃশাসন মিলে শাসন করছে। দেখতে পুরো রাবণের মতন। রাবণের মতন ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে
আমি মোদী বাবুকে চ্যালেঞ্জ করছি, আপনি হোমওয়ার্ক করে আসুন। ভারতের ইতিহাস নিয়ে একটি বিতর্ক হবে সেখানে দুজনেই অংশগ্রহণ করব। সেখানে কোন পেপার বা টেলিপ্রম্পটার থাকবে না