সাম্প্রতিক খবর

মে ৫, ২০১৯

বিজেপি মাওবাদী হিংসা থামাতে পারেনি, বাংলা পেরেছে- গোয়ালতোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি মাওবাদী হিংসা থামাতে পারেনি, বাংলা পেরেছে- গোয়ালতোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার গোয়ালতোড়ে একটি জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, একদিকে যখন বিজেপি-শাসিত কোনও রাজ্যে মাওবাদীদের বাড়-বাড়ন্তে ভাটা পড়েনি, সেখানে বাংলার জঙ্গলমহলে আজ শান্তি ফিরে এসেছে।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

যে যে রাজ্যে বিজেপি এখন ক্ষমতায় আছে সেখানে সেখানে মাওবাদী হিংসা এখনও আছে। কিন্তু আমাদের জঙ্গলমহল আজ শান্ত।

আমরা আদিবাসীদের জন্যে অনেক কাজ করেছি। আমরা অলচিকি লিপিকে স্বীকৃতি দিয়েছি। সাঁওতালি মাধ্যমে স্কুল তৈরি হয়েছে।

আমাদের সরকার মানুষের জন্যে কাজ করে কোনও ভেদাভেদ না করে। প্রত্যেক পরিবার রাজ্য সরকারের কোনও না কোনও প্রকল্পে উপকৃত হয়েছেন।

এটা কেন্দ্রে সরকার গড়ার নির্বাচন। আমদের বিজেপির বিদায় নিশ্চিত করতে হবে যাতে ওরা আরো বেশি করে অত্যাচার না চালাতে পারে।

বিজেপি তো এখন লাঠিধারী গুন্ডাদের দল।

নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুন তিনি আমাদের জন্যে কি করেছেন? শুধু তো দেশে দেশে ঘুরে বেড়িয়েছে।

এই বিজেপি সরকার না দিয়েছে রুটি না দিয়েছে কাপড়, না দিয়েছে ঘর- যা মানুষের বেঁচে থাকার জন্যে অপরিহার্য।

ওরা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে ১০০ কোটি টাকা দিয়েছে আর আমরা কণ্যাশ্রী প্রকল্পে ৭০০০ কোটি টাকা খরচ করেছি। আয়ুষ্মান ভারত তো ফ্লপ প্রকল্প।

আমি আপনাদের দুঃখের দিনে আপনাদের পাশে থেকেছি। সাইক্লোন যেদিন হল সেদিন আমি খড়গপুরে ছিলাম। রাজ্য সরকার যার যা ক্ষয়ক্ষতি হয়েছে তাকে সবরকম সাহায্য করবে। আগের বারে বন্যার সময়েও আমরা সবরকম সাহায্য করেছিলাম।

বিজেপির একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলায় দাঙ্গা বাঁধানো যা আমরা কোনওদিন বাংলায় হতে দেব না।

নরেন্দ্র মোদীর দাঙ্গা বাঁধানোর ভালই অভিজ্ঞতা আছে কারণ তিনি গুজরাতে অনেক দাঙ্গা বাঁধিয়েছেন।

বিজেপি সারা দেশে হারবে। সমস্ত এক মনোভাবাপন্ন দল এক হয়ে কেন্দ্রে সরকার গড়বে।