সাম্প্রতিক খবর

মে ১৪, ২০১৯

বাংলার বাইরে থেকে গুন্ডা আনছে বিজেপি: টালিগঞ্জ ফাঁড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার বাইরে থেকে গুন্ডা আনছে বিজেপি: টালিগঞ্জ ফাঁড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দক্ষিণ কলকাতা কেন্দ্রের টালিগঞ্জ ফাঁড়িতে একটি জনসভা বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আজকে বিজেপি তাদের মিছিলের জন্যে ভিন-রাজ্য থেকে মানুষ এনেছে। তিনি পুলিশকে অনুরোধ করেন যে তারা যেন ভয় না পেয়ে সমস্ত গাড়ী তল্লাশি করে।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

আপনাদের আশির্বাদে আমি আটবার সাংসদ হয়েছই আর দু’বার বিধায়ক হয়েছি। এর মধ্যে চারজন প্রধানমন্ত্রীর অধীনে আমি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি।

আমি শুনেছিলাম বাজপায়ীজি মোদীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে। কিন্তু আজকালকার মিডিয়া সে সব খবর বেশি কভার করে না। সোশ্যাল মিডিয়াতে সামান্য কিছু ব্যক্তি এই নিয়ে কথা বলেন।

বিজেপি এত ভয় পেয়েছে কেন বলুন তো, কারণ এখন একমাত্র আমরাই ওদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।

আমার নীতির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে কোনও অসুবিধা নেই। কিন্তু এখন বিজেপি নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে নিজেদের মত চালাতে চাইছে। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা হাতবদল হচ্ছে নির্বাচন কমিশনের নাকের ডগায়। আমি নির্বাচনের পরে এর সাথে যুক্ত সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

মোদী যখন হেলিকপ্টার থেকে নামে তখন মিডিয়াকে সেই ছবি তুলতে দেওয়া হয় না কেন? প্রাইভেট বিমানে করে টাকা নিয়ে আসছে। আর যাথে এই কথা বেশি না ছড়ায় তাই বিমান বন্দরের পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে।

এক্সিকিউটিভ, লেজিস্লেচার এবং জুডিসিয়ারি গণতন্ত্রের তিনটি প্রধান স্তম্ভ। কিন্তু আজকে মানুষ কোনও সুবিচার পাচ্ছে না।

ওরা বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আর টাকা লাগিয়ে এখানে জিততে চাইছে। আমি আপনাদের কাছে বলব যে এদের সম্পর্কে সাবধানে থাকুন।