জুন ৬, ২০১৮
রাজ্যে এবার চিংড়ি মাছের হ্যাচারি

আন্তর্জাতিক বাজারে রাজ্যের চিংড়ির রপ্তানি বাড়াতে ভেনামি চিংড়ির হ্যাচারি তৈরীর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই দায়িত্ব পেয়েছে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।
যেভাবে ভেটকি মাছের হ্যাচারি তৈরীর জন্য এই দপ্তর প্রোজেক্ট রিপোর্ট তৈরী করেছে, সেভাবেই এই ভেনামি চিংড়ির হ্যাচারি তৈরীর জন্যও প্রাথমিক খসড়া রিপোর্ট গড়ার আবেদন করা হয়েছে।
নিগম জানিয়েছে, ভেনামি চাষের জন্য প্রাথমিক প্রয়োজন পরিষ্কার জল। রাজ্যের কয়েক জায়গায় গড়ে তোলা যেতে পারে বারজ। রায়মঙ্গল নদীর মোহনাতে এই ব্যবস্থাপনটি গড়ে তোলা যেতে পারে। এই ব্যবস্থাপনাতে ভেনামি চিংড়ির ডিম থেকে চারা উৎপাদন করা সহজ হবে।