সাম্প্রতিক খবর

জুন ১৯, ২০১৮

বন্যা নিয়ন্ত্রনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিম্ন দামোদর সংস্কার শুরু হতে চলেছে

বন্যা নিয়ন্ত্রনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিম্ন দামোদর সংস্কার শুরু হতে চলেছে

টানা বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বাড়িঘর। ডুবে গিয়েছে চাষের জমি। বাক্স-প্যাঁটরা নিয়ে খড়কুটোর মত ঘুরে বেড়াতে হচ্ছে এ দোর থেকে ও দোরে । ছবিটা গত বছরের। ডিভিসি-র ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এক লক্ষ কিউসেক জল ছাড়লেই দামোদরের বাঁধ উপচে ডুবে যায় গ্রামের পর গ্রাম।

দুর্দশা ঘোচাতে বন্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে সেচ দফতর। দামোদরের জল রূপনারায়ণে বইয়ে দিতে মজে যাওয়া ক্যানালটি সংস্কার হচ্ছে। ক্যানালের জল চাষের কাজেও লাগাতে পারবেন কৃষকরা।

অতীতে আমতার থলিয়া থেকে বাগনানের বাকসি পর্যন্ত একটি ক্যানাল কাটা হয়। এর মাধ্যমে দামোদরের জলের চাপ কমিয়ে রূপনারায়ণে বইয়ে দেওয়া হত। ক্যানালটি মজে যাওয়ায় জল ধারণ ক্ষমতা কমে যায় । এই ক্যানালটিই সংস্কার করছে সেচ দফতর।