মে ৮, ২০১৯
নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে: ডেবরায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে, দেশে এমারজেন্সি চলছে। কারো কোন কথা বলার ক্ষমতা নেই। মিডিয়ার লোকেরা ভয়ে একটাও কথা বলতে পারে না। যাদের বলার কথা ছিল তারাও বলে না। একমাত্র বাংলা ওদের বিরুদ্ধে কথা বলে।
ওনার বক্তব্যের কিছু অংশঃ
- ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে, দেশে এমারজেন্সি চলছে। কারো কোন কথা বলার ক্ষমতা নেই। মিডিয়ার লোকেরা ভয়ে একটাও কথা বলতে পারে না। যাদের বলার কথা ছিল তারাও বলে না। একমাত্র বাংলা ওদের বিরুদ্ধে কথা বলে
- পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক কাজ হয়েছে। ব্রিজ, মাল্টি সুপার হাসপাতাল, আইটি পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পলিটেকনিক কলেজ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, স্টেডিয়াম, মাল্টি জিম সহ অনেক কাজ হয়েছে
- এই জেলার মানুষ কিষান ক্রেডিট কার্ড, ২ টাকা কিলো চাল, বিনা পয়সায় চিকিৎসা, সবুজ সাথী সাইকেল সহ সমস্ত সরকারি পরিষেবা পান
- কেন্দ্র ৫ বছর ধরে ঘাটাল প্রকল্পের টাকা দেয়নি। আর এখন নির্বাচনের সময় ভোট চাইছে। ওরা না করলে রাজ্য সরকারী করে দেবে। এই ঘাটাল মাস্টার প্ল্যান চালু হলে এই জেলায় বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে
- এটা পঞ্চায়েত বা বিধানসভার নির্বাচন নয় এটা দিল্লীর নির্বাচন। যে দিল্লী বাংলাকে অসম্মান করে, বঞ্চিত করে, মানুষের মধ্যে ভাগাভাগি করে, মানুষের ওপর অত্যাচার করেছে সেই নরেন্দ্র মোদীকে বদল করার নির্বাচন
- নরেন্দ্র মোদীকে না সরালে দেশে কোন গণতন্ত্র থাকবে না, বর্ণ, ধর্ম, জাতি থাকবে না, দেশের সংবিধান-ইতিহাস সব বদলে দেব। দেশের আর স্বাধীনতা থাকবে না, দেশে আর নির্বাচন হবে না
- বিজেপি যদি ৪০০ সিটেও হারে তাও মিডিয়া বলবে বিজেপি জিতছে। আমি মিডিয়াকে দোষ দিই না। বিজেপি সংবাদ চ্যানেলের মালিকদের এত ভয় দেখিয়ে দিয়েছে যে কোন সাংবাদিক যদি ওদের বিরুদ্ধে খবর করে তাহলে তার চাকরি কেড়ে নেয়
- মানুষ মারা গেলে আসে না, বন্যা, ক্ষরায় আসে না, এখন বাংলায় ঘুরতে আসছে
- ডাণ্ডা আর গদা নিয়ে আর আরএসএসের গুন্ডা প্রচারকরা শুধু মানুষকে ভয় দেখাচ্ছে
- আচ্ছে দিন আনবে বলে নোটবাতিল করেছে, সংখ্যালঘু আদিবাসীদের ওপর অত্যাচার করেছে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, সারা দেশের সর্বনাশ করেছে। আগের বার বলেছিল নির্বাচনে জেতার পর ১৫ লক্ষ টাকা ফেরত দেবে, দিয়েছে? ১০ কোটি চাকরি দেবে বলেছিল তা বদলে ২ কোটি মানুষ বেকার হয়ে গেছে
- যারা দেশকে বিভক্ত করে তাদের আমরা দেশের নেতা হিসেবে চাই না। আমরা গান্ধিজি, নেতাজি, বিবেকানন্দ, আম্বেদকরের মতন দেশপ্রেমিকদের নেতা হিসেবে চাই
- বিজেপি আর নরেন্দ্র মোদী আজ দেশের সবচেয়ে বিপদ। যদি শান্তিতে থাকতে হয় ওদের ভোট দেবেন না।