মে ৪, ২০১৯
দুর্যোগ মিটতেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় - চন্দ্রকোণা, ঘাটালে পদযাত্রা নেত্রীর

প্রচন্ড দুর্যোগের কারণে নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছিল শুক্রবার। খড়্গপুরে থেকে দুর্যোগ মোকাবিলার কাজ তিনি তদারকি করেছেন নিজেই। আর, দুর্যোগ মিটতেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় একটি পদযাত্রা করেন তিনি। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোণায় পদযাত্রার আগে বার্তাও দেন জনগণের উদ্দেশে।
ওনার বক্তব্যের কিছু অংশ:
আমি ঈশ্বর ও আল্লাহ, মা দুর্গা, মা কালী সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই যে এত বড় ঝড় আসতে আসতে রুখে গেছে, আমার মা-মাটি-মানুষ ভালো আছে, আমার মা-মাটি-মানুষ বেঁচে গেছে।
মেদিনীপুর জেলায় গোপীবল্লভপুর, মেদিনীপুর পশ্চিম এবং বেলপাহাড়ি বা লালগড়ের ওখানে কিছু কিছু বাড়ি ভেঙেছে। যতগুলো বাড়ি ভেঙেছে, সরকারের তরফ থেকে তৈরী করে দেওয়া হবে। এবং যাদের আংশিক ভেঙেছে তাদেরও সাহায্য করা হবে। চিন্তা করবেন না।
অনুগ্রহ করে আপনারা বিজেপিকে একটি ভোটও দেবেন না। বিজেপির মত এত অনৈতিক দল, যাদের একটুকুও আদর্শও নেই, অসৌজন্যতামূলক কাজ করে, এরকম রাজনৈতিক দল আমি ভূ-ভারতে দেখিনি।
একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম করে যখন প্রচার করে, আরেকটা রাজনৈতিক দল তার কাছ থেকে সাধারণ সৌজন্যতা আশা করে। আমরা ভদ্রতাকে সমর্থন করি, আপনাদের অভিধানে ভদ্রতা নেই, আমাদের আছে। বাংলার সংস্কৃতি রক্ষা করতে হবে।
এখন লোকে বলে মোদীর সরকার চোরেদের সরকার। চৌকিদার ক্যায়া হ্যায়। জনতা বলছে –“চোর হ্যায়”। মোদী এখন চৌকিদার হয়েছে, চৌকিদারকে ভোট দেবেন আপনারা? বিজেপিকে একটি ভোটও দেবেন না।
বিজেপি নোটবন্দির সময় কোটি কোটি টাকা লুঠ করেছে। শ্রমিকরা আত্মহত্যা করেছে, কৃষকরা আত্মহত্যা করেছে, বেকারের সংখ্যা বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। এমন অবস্থা হয়ে গেছে একটা গুন্ডার সরকার তৈরি হয়েছে দিল্লির বুকে।