সাম্প্রতিক খবর

মে ১, ২০১৯

ইতিমধ্যেই ৫০টিরও বেশি নির্বাচনী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রচার তুঙ্গে

ইতিমধ্যেই ৫০টিরও বেশি নির্বাচনী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রচার তুঙ্গে

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রচার করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ৫৩টি নির্বাচনী সভা করেছেন তিনি। ১৬টি জেলায় ১১টি পদযাত্রায় হেঁটেছেন জননেত্রী।

গত এক মাস তিনি এই অসহ্য গরম, আর্দ্রতা ও ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গেছেন বিভিন্ন লোকসভা কেন্দ্রে।

তিনি প্রচার শুরু করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের দিনহাটায় একটি নির্বাচনী সভার মাধ্যমে। তিনি মোদীকে ‘এক্সপায়ারি বাবু’ বলেন কারণ মানুষ বুঝে গেছে বিজেপি কিভাবে মানুষকে বোকা বানান, মিথ্যে প্রতিশ্রুতি দেন। মানুষ এও বুঝে গেছে বিজেপি সরকার মানুষের চাকরি কেড়ে নিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, গোরক্ষার নামে মানুষকে খুন করছে।

যেখানেই তিনি প্রচারে গেছেন, মানুষের কাছে আবেদন জানিয়েছেন সেই আসনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। তিনি বাংলা জুড়ে ৪২ শে ৪২ এর ডাক দিয়েছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন লড়াই করে সাম্প্রদায়িক বিজেপিকে, হার্মাদ সিপিএম এবং দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে পরাজিত করতে।