সাম্প্রতিক খবর

মার্চ ১৮, ২০২০

আগামী দুই সপ্তাহে এরাজ্যের সকলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী দুই সপ্তাহে এরাজ্যের সকলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানে ১৭৩টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি। এছাড়া বিধায়ক এবং সাংসদ তহবিল থেকে বিভিন্ন প্রকল্পের সূচনা করেন তিনি। সেখানে করোনা সংক্রান্ত কিছু সতর্কতা এবং পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

বিভিন্ন গুজব – কিছু সংবাদমাধ্যম নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছে। সংবাদমাধ্যমকে অনুরোধ করবো এরকম গুজব না ছড়াতে।

যারা বিদেশ থেকে ফিরছেন তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং অন্তত ১৪ দিন সেলফ আইসোলেশনে যান। ৯৫ হাজার মানুষ গত এক সপ্তাহে কলকাতায় এসেছেন।

ডাক্তার, সাংবাদিক, জনপ্রতিনিধি এদের কাজে যেতেই হবে। তাঁদের সতর্কতা অবলম্বন করা উচিৎ। নিরাপদ দুরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া, কিছু না ছোঁয়া ইত্যাদি।

নবান্নে শিফট ভিত্তিক ডিউটি চালু করা হবে। ৫টার বদলে ৪টেয় ছুটি হবে।

আগামী দুই সপ্তাহে এরাজ্যের সকলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

অফিস যাওয়ার অজুহাতে পরীক্ষা করানোকে অবহেলা করা যাবেনা। এরকম ঘটনা ঘটেছে এবং এর ফলে কিছু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এটা খুব দায়িত্বজ্ঞানহীন কাজ এবং এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

যারা করোনা সারানোর জন্য গোমূত্র খাওয়ার প্রস্তাব দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।