January 9, 2015
9 Jan 2015
মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন – বাংলায় শিল্পায়নে নবদিগন্ত
শিল্প উন্নয়নে মমতাই কাণ্ডারি, ফের স্পষ্ট সম্মেলনের মঞ্চে
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু’-দিনের শিল্প সম্মেলনে বিনিয়োগের জোয়ার এল রাজ্যে। ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এর মঞ্চেই সবমিলিয়ে প্রায় দুই লক্ষ কোটি টাকার লগ্নি চূড়ান্ত হল। বন্দর থেকে রাস্তা, পরিকাঠামো থেকে নগর সৌন্দর্যায়ন এমন বহু প্রকল্পে লগ্নি এল। জননেত্রীর আহ্বানে সাড়া দিয়ে যে বিপুল বিনিয়োগ এসেছে তা বাংলার সমৃদ্ধির ইতিহাসে স্মরণীয় ও ঐতিহাসিক হয়ে থাকবে।