সাম্প্রতিক খবর

জুলাই ২০, ২০১৯

বারাণসী বিমানবন্দরে আটক করা হল তৃণমূল সাংসদদের

বারাণসী বিমানবন্দরে আটক করা হল তৃণমূল সাংসদদের

সোনভদ্রে যেতে বাধা দেওয়া হল তৃণমূল কংগ্রেসের ৪ জনের এক সংসদীয় প্রতিনিধি দলকে। আজ সকাল ৯.১৫ নাগাদ তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন ( রাজ্য সভায় তৃণমূলের দলনেতা), সুনীল মন্ডল এবং আবীর রঞ্জন বিশ্বাস বারাণসী বিমানবন্দরে পৌছান।

সেখানে ওনাদের বাধা দেয় উত্তরপ্রদেশের প্রশাসন ও পুলিশ। প্রথমে তাদের বিমানবন্দর থেকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া না হওয়ায় তারা ওখানেই ধর্নায় বসেন।

জমি নিয়ে গোলমালের জেরে উত্তরপ্রদেশের সোনভদ্রে এই সপ্তাহেই মৃত্যু হয় ১০ জন আদিবাসীর।

সকাল ১০টা 

টুইটারে ভিডিয়ো মেসেজ পোস্ট করে তারা জানান, ‘আমরা এই মাত্র বারাণসী এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই আমাদের আটক করা হয়। পুলিশের এডিএম ও এসপি এখানে আসেন। আমরা বলি যে আমরা মাত্র তিনজন এসেছি, তাই ১৪৪ ধারা ভঙ্গ হচ্ছে না। কিন্তু তাও আমাদের আটক করা হয়।

বিমানবন্দরে আটক হওয়া সত্ত্বেও প্রতিনিধিদলের সদস্যরা পুলিশকে আশ্বস্ত করেছিলেন যে তারা আইন -শৃঙ্খলা মেনে চলবেন। তারা বিএইচইউ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে চান এবং তারপর সোনভদ্র জেলার উভা গ্ৰামে নিহতদের  পরিবারের সঙ্গে দেখা করতে চান।

বেলা ১২.৩০ – ডি এম সাংসদদের সঙ্গে দেখা করেছেন এবং জানিয়েছেন পুলিশের উপস্থিতিতে তারা বি এইচ ইউ ট্রমা সেন্টারে আহতদের সঙ্গে এবং তাদের যে ডাক্তাররা দেখছেন ওনাদের সঙ্গে দেখা করব। এরপর অনুমতি নিয়ে আমাদের প্রতিনিধি দল সোনভদ্র এর ঘটনাস্থল পরিদর্শনে ইচ্ছুক।

এখন তারা বিমানবন্দর থেকে রওনা হয়েছেন।