সাম্প্রতিক খবর

জুলাই ১৯, ২০১৯

রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

সকলের যাতায়াত নিরাপদ এবং আরামদায়ক করতে একগুচ্ছ উদ্যোগ নিল রাজ্য সরকার। সাম্প্রতিক ইন্ডিয়ান রোডস কংগ্রেসে গৃহীত সমস্ত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

এই নির্দেশগুলি পূর্ত দপ্তর সকল রাস্তায় বাস্তবায়িত করবে। সমস্ত ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে এই কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করতে।

রাস্তার দায়িত্ব কার অধীনে, তা প্রতি ২.৫ কিলোমিটার অন্তর রাস্তার দুই ধারে লিখতে হবে। রাতে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি রাস্তায় ক্যাট’স আই প্রতিফলক (রিফ্লেক্টর) বসাতে হবে।

দপ্তর সিদ্ধান্ত নিয়েছে সব রাস্তায় সতর্কতামূলক চিহ্ন, বিভিন্ন সহায়তামূলক চিহ্ন, এবং প্রতিবন্ধিদের জন্য চিহ্ন ব্যবহার করা হবে।