জুলাই ৫, ২০১৯
বাংলায় অপুষ্ট শিশুর শতাংশ কমে ৮.৫৬

গত আট বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার খুবই সাফল্যের সঙ্গে বাংলায় অপুষ্ট শিশুর সংখ্যা কয়াতে সফল হয়েছে।
২০১১ সালের মে মাস পর্যন্ত যেখানে রাজ্যে অপুষ্ট শিশুর শতকরা হার ছিল ৪৭.৫২ সেটাই এখন কমে ৮.৫৬ তে এসে দাঁড়িয়েছে।
বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে এই তথ্য তুলে ধরেন নারী-শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী।
তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত সমস্ত শিশুদের প্রাতঃরাশ ও দুপুরের খাবার দেওয়া হয়।
এই সুষম খাদ্যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে প্রোটিন ও ক্যালরি থাকে। ২০১৯ সালের মে মাসে ৭৭৩৭৬৫৮ জন শিশুকে এই সুষম খাদ্য দেওয়া হয়েছে।