সাম্প্রতিক খবর

জুলাই ১০, ২০১৯

ব্যাটারি চালিত যান ব্যবহারে আরও মানুষকে উৎসাহ দেবে রাজ্য সরকার

ব্যাটারি চালিত যান ব্যবহারে আরও মানুষকে উৎসাহ দেবে রাজ্য সরকার

রাজ্যে ব্যাটারি চালিত যানকে আরও জনপ্রিয় করতে মমতা বন্দ্যোপাধ্যায় চালিত তৃণমূল কংগ্রেস সরকার ব্যক্তিগত মালিকানাধীন ব্যাটারিচালিত যানবাহনকে সরকারের তৈরী বিভিন্ন চার্জিং কেন্দ্রে খুব স্বল্প খরচে চার্জ করতে দেবে।

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দূষণ রুখতে আমরা জনগণকে আরও বেশী ই-যান ব্যবহার করতে উৎসাহিত করছি। সাড়া রাজ্যে আমরা ৫৫টি চার্জিং কেন্দ্র খুলেছি। এই কেন্দ্রে শুধু ইলেকট্রিক খরচের বিনিময়ে যে কোনও ব্যক্তিগত মালিকানাধীন ব্যাটারিচালিত যানবাহন চার্জ করা যেতে পারে।

মন্ত্রী আরও বলেন, সরকার ইতিমধ্যেই রাজ্যে ৪০টি ব্যাটারি চালিত বাস চালাচ্ছে এবং কয়েক মাসের মধ্যে আরও ৪০টি বাস চালু করবে। পরিবহন দপ্তর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে একযোগে যানবাহন থেকে দূষণ কমানোর লক্ষ্যে কাজ করে চলেছে।

পরিবহন মন্ত্রী আরও বলেন, শহরের তিনটি জায়গায় তিনটি মোবাইল চেকিং পয়েন্ট খোলা হয়েছে দূষণের মাত্রা মাপার জন্য। ২০১৯ সালের মার্চ মাসে পরিবহন দপ্তর রাজ্য পুলিশের অধীনে ট্রাফিক দপ্তরের সহযোগিতায় কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর কমিশনারেটের অধীনে সমস্ত ১৫ বছর বা তার বেশী পুরনো ব্যবসায়িক যানকে বাতিল ঘোষণা করে।

প্রসঙ্গত, কলকাতা পুরসভা পরিকল্পনা নিচ্ছে আরও ই-যানকে উৎসাহ দিয়ে সিইএসসির সহযোগিতায় ইলেকট্রিক চার্জিং পয়েন্ট খোলার যাতে শহরের দূষণ নিয়ন্ত্রনে আনা যায়। এই চার্জিং কেন্দ্রগুলি হবে পার্কিং লটে বা, ফ্লাইওভারের নীচে যেখানে জায়গা ফাঁকা পাওয়া যাবে।