সাম্প্রতিক খবর

মে ৬, ২০১৮

লাল জামার হার্মাদরাই এখন গেরুয়া জামা পরেছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

লাল জামার হার্মাদরাই এখন গেরুয়া জামা পরেছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

নরেন্দ্র মোদির বিজেপিকে ভাগাড়ের পার্টি বলে কটাক্ষ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বসিরহাটের মাটিয়ায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নয়। বিজেপি মানে ভাগাড় আর জঞ্জালে পার্টি। তিনি বলেন, আমরা দল থেকে যে আবর্জনাকে ভাগাড়ে ফেলে দিয়েছিলাম, বিজেপির দিলীপবাবুরা সেই আবর্জনাকে কুড়িয়ে কেমিক্যাল মাখিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে।

বিজেপি এবং সিপিএমকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএমের যারা হার্মাদ ছিল, তারাই এখন জয় শ্রীরাম বলে বিজেপি করছে। লাল জামার হার্মাদরাই এখন গেরুয়া জামা পরেছে। ওরা দিনে বিজেপি, রাতে সিপিএম। পুরনো খাবারকেই নতুন প্লেটে পরিবেশন করা হচ্ছে। ওরা এখন কোর্টে আছে। ভোটে নেই। আসলে ওরা পঞ্চায়েত নির্বাচনকে বানচাল করতে চাইছে। আর পান থেকে চুন খসলেই ওরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওরা বলছে, আমরা নাকি মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছি। আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। তোমাদের লোক না থাকলে, আমরা কী করতে পারি? আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু, সিপিএমের সঙ্গে আপস করতে পারব না। ওদের হাতে এখনও সিঙ্গুর, নন্দীগ্রাম ও নেতাইয়ের রক্ত লেগে রয়েছে। বিজেপি ও সিপিএম বলছে, এক ইঞ্চিও জমি ছাড়ব না। তোমাদের জমি থাকলে তো ছাড়বে। রাজ্যের কোথাও তোমাদের পায়ের তলার জমি নেই। প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেই আমরা জিতব। ওদের জন্য এবার স্লোগান করুন—যতবার লড়বি, ততবার হারবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সর্বত্রই আমরা জিতব। আপনারা সবুজ আবিরও মাখবেন। কিন্তু, সংযতভাবে। কারণ, আমরা বদলা চাই না। ওরা যতই বুলেট চালাক, আমরা ব্যালটেই জবাব দেব।