ফেব্রুয়ারি ৪, ২০২০
অর্থ দপ্তরের উদ্যোগ, অ্যাপেই দেওয়া যাবে বাড়িভাড়া থেকে খাজনা

মোবাইল অ্যাপেই মেটানো যাবে সরকারি আবাসনের ভাড়া থেকে শুরু করে জমির খাজনা। রাজ্যের অর্থ দপ্তর অ্যাপটি চালু করেছে। গুগল প্লে-স্টোরে WBIFMS বলে সার্চ করলেই অ্যাপটি পাওয়া যাবে। এ ছাড়া GRIPS দিয়ে সার্চ করলেও অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
পাশাপাশি মেটানো যাবে সরকারি লাইসেন্সের ফি, বৃত্তিকরের মতো রাজ্য সরকারের একাধিক কর বা ফি। একটি অ্যাপ থেকে একাধিক ব্যক্তির কর ও ফি মেটানো যাবে। যে ব্যক্তির কর মেটানো হচ্ছে, তিনি সরকারি খাতায় তাঁর অ্যাকাউন্টের সব আপডেট অনলাইনে পাবেন।
এ ছাড়া এই অ্যাপের সাহায্যে সরকারি পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রে আবেদনকারীর অবস্থান, বিভিন্ন সরকারি রিপোর্ট ডাউনলোড করা যাবে। সরকারের ট্রেজারি থেকে সচিবালয়, ডিরেক্টরেট ও ফিল্ড অফিসের বিভিন্ন তথ্য, সরকারি কর্মীদের বেতন ও ভাতা, পেনশন ও সব ধরনের সরকারি বৃত্তি প্রাপকদের বিস্তারিত তথ্যও মিলবে। ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই পুরসভা, পঞ্চায়েতের বিভিন্ন কর ও পরিষেবার ফি মেটানোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে অর্থ দপ্তরের।
রাজ্য সরকার আগেই অনলাইনে কর ও বিভিন্ন পরিষেবা ফি আদায়ের জন্য ‘গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম’ (গ্রিপস) চালু করেছে। এ বার অ্যাপও চালু হল। রাজস্ব সংগ্রহ বাড়াতে অ্যাপ কার্যকর ভূমিকা নেবে। এ ক্ষেত্রে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, ভীম ইউপিআই ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে টাকা দেওয়া যাবে। পুরোনো অনলাইন ব্যবস্থাও চলবে সমান্তরাল ভাবে।
দেখা গিয়েছে, রাজস্ব আদায়ে অনলাইন ব্যবস্থা চালু করার ফলে আদায় বাড়ছে। গত আর্থিক বছরে রাজ্য সরকার কর বাবদ রাজস্ব আদায় করেছে ৬০ হাজার ৭৮ কোটি ৮২ লক্ষ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৫৫ হাজার ২০০ কোটি ৫৮ লক্ষ টাকা। ২০১৭-১৮ সালে এই রাজস্ব সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৭০০ কোটি ৭৩ লক্ষ টাকা। চলতি আর্থিক বছরের কর বাবাদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬৫ হাজার ৫৪৬ কোটি ১২ লক্ষ টাকা। কর-বহির্ভূত রাজস্ব গত বছর আদায় হয়েছিল ৪ হাজার ১৫৩ কোটি ৯৮ লক্ষ টাকা। ২০১৭-১৮ সালে এর পরিমাণ ছিল ৩ হাজার ১১৭ কোটি ১৭ লক্ষ টাকা।
সৌজন্যেঃ এই সময়