সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৩, ২০২০

প্রত্যেক জেলায় এবার ট্রাফিক পুলিশ বাহিনী

প্রত্যেক জেলায় এবার ট্রাফিক পুলিশ বাহিনী

প্রতিটি জেলায় ট্রাফিক পুলিশ বাহিনী তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প আরও সাফল্য অর্জন করবে।

প্রথম পর্যায়ে মোট ২৫৭৭ জনকে নিয়োগ করা হবে। সাতটি ভিন্ন পদে নেওয়া হবে এদের। ১৭০০ জন কনস্টেবল, ১৭৭ জন পুলিশ ড্রাইভার, ৪৪০ জন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, ১৭০ জন সাব ইন্সপেক্টর, ৭৫ জন ইন্সপেক্টর, ১২ জন সুপারিন্টেনডেন্ট এবং তিনজন অ্যাসিস্টেন্ট সুপারিন্টেনডেন্ট।

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে। দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমেছে প্রতি বছর। এবার এই প্রকল্প আরও সুদূরপ্রসারী হয়ে উঠবে।