ফেব্রুয়ারি ২০, ২০২০
মানবতার অপর নাম সেবা, সেবার অপর নাম ধর্মঃ মমতা বন্দ্যোপাধ্যায়

স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। তিনি বলেন, আমি যখন কলেজ রাজনীতি করতাম তখন থেকেই আমার ভারত সেবাশ্রম সংঘের কাজ খুব ভাল লাগত। বিজন সেতুতে অনেক জল জমত, তখন দেখতাম ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে খিচুড়ি পরিবেশন করতে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। গঙ্গাসাগর মেলাতে ভারত সেবাশ্রমসংঘের আশ্রমে আমি যাই।
তিনি বলেন, আমাদের ধর্মের বিশেষত্ব হল বিভেদের মধ্যে মিলন। আমাদের ধর্ম বিশ্বজনীন সার্বজনীন। এই ধর্ম কারোর জন্য দরজা বন্ধ করে না, সকলকে গ্রহণ করে সহনশীলতার পরিচয় দেয়। সবাইকে সমান চোখে দেখা, এটাই তো মানব ধর্ম। এর থেকে বড় ধর্ম আর কিচ্ছু হতে পারেনা। একে অপরের জন্য প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমরা একে অপরকে আলাদা করিনা। আমি ভারত সেবাশ্রম সংঘকে ভালোবাসি কারণ তারা ভাষণ দেয়না। তারা ফিল্ডে কাজ করে। কারোর সমস্যা হলে তাদের পাশে দাঁড়ায়।
বর্তমানের দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজকাল কারও কারও মাথায় উদ্ভট ধর্ম এসেছে। সেই ধর্মটা হচ্ছে আমি থাকব তুমি বাদ, আমি এর পক্ষে নেই। যারা এসব কথা বলে তাদের ব্রেনটা মরুভূমির মতো শুকিয়ে গেছে। আমরা মরুভূমি চাই না। আমরা সেই ধর্ম চাই যেটা মানুষের প্রাণ ফিরিয়ে দেবে, বিপদে আপদে পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, আমেরিকার শিকাগো সম্মেলনে আমি যেতে চেয়েছিলাম। আমাকে চিঠি দিয়ে আমন্ত্রন জানানো হয়েছিল, আমি সেটা গ্রহণ করি। পরে আমাকে জানানো হয় কোনও অজ্ঞাত কারণবশত আমরা ঐ অনুষ্ঠান করতে পারছি না। তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে আমি ওখানে যেতে না পারি।
তাঁর বিষয়ে অপপ্রচার নিয়ে তিনি বলেন, কেউ কেউ বলে আমি মুসলিম তোষণ করি। তাদের আমি বলি আমি মানবতাকে তোষণ করি। যে মানবতা সব ধর্মকে নিয়ে চলে। মানবতার অপর নাম সেবা সেবার অপর নাম ধর্ম। ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমরা ধর্মটা বিজেপির মতো পালন করিনা। সব মনিষীদের শিক্ষা নিজের রক্ত দিয়ে আমরা বাঁচাই। দেশকে রক্তাত্ব করিনা।