ফেব্রুয়ারি ১, ২০২০
ভারতের অর্থনীতি এতদিন আইসিইউতে ছিল, এবার ভেন্টিলেটরে পাঠানো হল: অমিত মিত্র

আজ কেন্দ্রীয় বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, মধ্যবিত্ত মানুষকে ভেল্কি দেখানো হচ্ছে। এক হাতে দিলাম, অন্য হাতে তার থেকে বেশী কেড়ে নিলাম। ভারতের অর্থনীতি এতদিন আইসিইউতে ছিল, এবার ভেন্টিলেটরে পাঠানো হল। এই বাজেট একটা ব্লাফ। এই সরকার ভাঁওতার সরকার।
তিনি বলেন, এই বাজেট জন বিরোধী, চিন্তাভাবনাহীন। সাধারণ মানুষদের প্রতি পদে বঞ্চিত করা হয়েছে। এই বাজেটে কর্মসংস্থান নেই কোনও।
তিনি এই বাজেটের বিষয়ে বলেনঃ-
* জিডিপি ১১ বছরের মধ্যে সর্বনিম্ন
* ব্যক্তিগত খরচের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন
* বিনিয়োগ বৃদ্ধির ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন, মাত্র এক শতাংশ বেড়েছে
* উৎপাদন শিল্প এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন
* কৃষিতেও বৃদ্ধির হার চার বছরের মধ্যে সর্বনিম্ন
* কৃষির প্রকল্পগুলিতে বরাদ্দ কমানো হয়েছে
* স্বাস্থ্যের প্রকল্পগুলিতে বরাদ্দ কমানো হয়েছে
* শিক্ষার প্রকল্পগুলিতে বরাদ্দ কমানো হয়েছে
* তপশিলি জাতি উপজাতির উন্নয়ন প্রকল্পগুলিতে বরাদ্দ কমানো হয়েছে
* সব মিলিয়ে এই বরাদ্দ কমানোর হার নয় শতাংশ
* ১০০ দিনের কাজের বরাদ্দ কমানো হয়েছে
* জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ কমানো হয়েছে এক শতাংশ
* যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা পেতেন, সেটা পাবেন না
* জীবন বীমা, স্বাস্থ্য বীমায়, ক্ষুদ্র সঞ্চয়ে লাভ পাবেন না
* ছোট বাড়ির ক্ষেত্রে ব্যাঙ্কের সুদের ওপর যে ছাড়, সেটাও মিলবে না
* রেলের বেসরকারীকরণ শুরু হয়ে গেল
* জীবনবীমা বেসরকারীকরণ শুরু হয়ে গেল। এই সংস্থার আজকের দিনে ৩০ হাজার কোটি টাকা এনপিএ আছে। এই সংস্থাকে সাহায্য না করে বিক্রী করার ব্যবস্থা হল