সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১০, ২০২০

সাধারণ ও প্রান্তিক মানুষদের জন্য আবারও খুশীর বার্তা দিল রাজ্য বাজেট

সাধারণ ও প্রান্তিক মানুষদের জন্য আবারও খুশীর বার্তা দিল রাজ্য বাজেট

দেশে চলতে থাকা অর্থনৈতিক মন্দা এবং দিশাহীন কেন্দ্রীয় বাজেটের পর রাজ্যবাসীর শেষ ভরসা ছিল রাজ্য বাজেট। প্রতিবারের মত এবারেও তিনি খুশীর বার্তা দিল রাজ্যবাসীকে।

বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পঃ এর আগে যে সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল, তা প্রত্যাহার করে নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প চালুর প্রস্তাব দেওয়া হয় যাতে আরও বেশী মানুষ উপকৃত হবেন। নতুন এই প্রকল্পে উপভোক্তাদের প্রদেয় টাকাও এবার থেকে রাজ্য সরকার প্রদান করবে। এই প্রকল্প চালু হবে ১লা এপ্রিল থেকে। এই প্রকল্পে উপকৃত হবেন ২.৫ কোটি পরিবার। এজন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

জয় জহর প্রকল্পঃ ৬০ বছরের বেশী বয়সী যেসকল আদিবাসী ও তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তি কোনও পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত নন, তাঁরা প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন। এতে উপকৃত হবে ৬০ লক্ষ আদিবাসী ও তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তি উপকৃত হবেন। এজন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বন্ধু প্রকল্পঃ ৬০ বছরের বেশী বয়সী যেসকল তপশিলি জাতিভুক্ত ব্যক্তি কোনও পেনশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত নন, তাঁরা প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন। এই প্রকল্পে উপকৃত হবেন ২১ লক্ষ তপশিলি জাতিভুক্ত ব্যক্তি। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২৫০০ কোটি টাকা।

চা সুন্দরী প্রকল্পঃ গৃহহীন স্থায়ী চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার গৃহ নির্মাণ করে দেবে। এজন্য বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি টাকা।

হাসির আলো প্রকল্পঃ যে সকল অতি দরিদ্র পরিবারের ত্রৈমাসিক বিদ্যুৎ খরচ ৭৫ ইউনিটের কম তাদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। ৩৫ লক্ষ পরিবার উপকৃত হবেন।