সাম্প্রতিক খবর

জুলাই ১১, ২০১৮

বাংলায় বৃদ্ধি পেল হাতির সংখ্যা

বাংলায় বৃদ্ধি পেল হাতির সংখ্যা

রাজ্য বন দপ্তরের উদ্যোগে কিছুদিন আগে সম্পন্ন হল হাতি শুমারির কাজ। সরাসরি গণনা পদ্ধতিতে উঠে এসেছে একটি আনন্দজনক তথ্য। রাজ্যে হাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮২। ২০১৪ সালের গণনায় এই সংখ্যাটি ছিল ৫৯০।

গতবারের গণনায় শুধু উত্তরবঙ্গের হাতিদের গোনা হয়েছিল। এবার, উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের হাতিও গোনা হয়।

পাশাপাশি আরেকটি গণনা চালানো হয় ‘ডাং ডিকে’ (হাতির বিষ্ঠা কতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে) পদ্ধতিতে। এই পদ্ধতিতে হাতির সংখ্যা কত দাঁড়ায় তা জানা যাবে শীঘ্রই। সরাসরি গণনা পদ্ধতিতে শুধুমাত্র সেই হাতিদেরই গোনা হয়েছে, যাদের দেখা গেছে। অনেক সময়ে গভীর জঙ্গলে থাকা হাতিরা বাদ পড়ে যায়। তাই, আশা করা যায়, এই ফল প্রকাশিত হলে, রাজ্যে হাতির সংখ্যাটি বাড়বে।

রাজ্য বন দপ্তর স্থানীয় মানুষদের সাহায্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাতিদের দৈনিক গতিবিধির ওপর নজর রাখছে। এর ফলে হাতিরা কোন কোন এলাকায় বিচরণ করে বোঝা সহজ হচ্ছে। এর ফলে যদি কোনোরকম বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মানুষদের সচেতন করা সহজ হবে।

‘ডাং ডিকে’ পদ্ধতি দেশে প্রথম উত্তরবঙ্গের বক্সার জঙ্গলে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে অনেক কিছু বিবেচনা করা হয় – যেমন, হাতির বিষ্ঠার ঘনত্ব, ক্ষয়ের হার, মলত্যাগের হার ইত্যাদি।