সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৫, ২০২০

নাগরিকত্ব আতঙ্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই

নাগরিকত্ব আতঙ্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই

এনআরসি–র আতঙ্ক নিয়ে নতুন বই লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইটির নাম দিয়েছেন ‘নাগরিকত্ব আতঙ্ক’। ২৮ জানুয়ারি গান্ধীমূর্তির নিচে মমতা–সহ ৪০ জন শিল্পী এনআরসি–র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছবি এঁকেছিলেন। ওনার আঁকা ছবি ‘নাগরিকত্ব আতঙ্ক’ বইটির প্রচ্ছদে দেওয়া হয়েছে। এই বইটি নিয়ে দিদির লেখা বইয়ের সংখ্যা হল ১০২। এবার তিনি বইমেলায় ১৪টি বই পাঠকদের উপহার দিলেন।

শুরুতেই তিনি লিখেছেন, ‘আমরা সবাই নাগরিক।’ ভূমিকায় বলেছেন, ‘অতি সংক্ষেপে ক্যা, এনপিআর, এনআরসি নিয়ে কিছু ঘটনা ও কিছু মতামত এখানে লিপিবদ্ধ করেছি। মানুষের এই আন্দোলন এগিয়ে চলবে।’

বইয়ে লেখা হয়েছে, ‘আজ কেন নাগরিকদের প্রতি এত অবিশ্বাস? কেনই বা এত একদলীয় ভিন্নধর্মীয় সঙ্কীর্ণতার বিষ? যে বিষদাঁত ফুটিয়ে সারা দেশে জাগিয়েছে ভয়, ঘৃণা ও আতঙ্ক। কি করে গণতান্ত্রিক আন্দোলনকে পিষ্ট করে থামাতে হয় সেটা এখন বিজেপি–র একমাত্র লক্ষ্য। কত মানুষকে তাড়াতে পারলে ধর্মের নামে সঙ্কীর্ণ, ঘৃণ্য চক্রান্ত থামবে জানি না। মাথা উঁচু করে মানুষের বেঁচে থাকার লড়াই হিসেবে এই লড়াইটা দেখতে ও লড়তে হবে।’

রেল, বিএসএনএল বিলগ্নীকরণ করা হচ্ছে। তৃণমূল নিজস্ব স্বাধীনতায় চলে। নিজস্ব রাজনীতির পন্থায় চলে। ক্যা শুধু হিন্দু–মুসলমানের ব্যাপার নয়। সারা পৃথিবীর মানুষ আজ জোট বাঁধছে। এনপিআর ও সেনসাস— এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। এনআরসি, ক্যা, এনপিআর ভারতের আদর্শের বিরোধী, সংবিধান বিরোধী পদক্ষেপ।

গত ৪ঠা ফেব্রুয়ারি বইমেলায় মিডিয়া সেন্টারে মমতার বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী।