সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৪, ২০২০

বিজেপির কত শক্তি আমি দেখতে চাই: রানাঘাটে বললেন দিদি

বিজেপির কত শক্তি আমি দেখতে চাই: রানাঘাটে বললেন দিদি

সিএএ-এনআরসি-এনপিআর এর প্রতিবাদে রানাঘাটে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি বলেন, সিএএ-এনআরসি আতঙ্কে বাংলায় ৩০ জনের বেশি মৃত্যু হয়েছে৷ রাজ্যের মানুষ আতঙ্কে ভুগছেন৷ নানাভাবে মানুষকে ভয় দেখানো চলছে বলেও দাবি করেন তিনি৷ তাঁর কথায়, ‘বাংলার মানুষ ভয় পায় না৷ এনআরসি-র নামে বাঙালিদের তাড়ানো হলে আমি জীবন দিতে তৈরি৷’

“এতদিন ভোট দিয়েছেন তাও নাগরিকত্ব প্রমান করতে হবে৷ তিন পুরুষের জন্ম সার্টিফিকেট দেখানো নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে৷ আমি বলি, আপনারা কাগজ একদম দেখাবেন না৷ কেউ কিছু জিজ্ঞাসা করলে পুরোটা বলবেন না৷ কিছু জমা রাখতে বললে,রাখবেন না৷ দাঙ্গাবাজ বিজেপিকে বিশ্বাস করবেন না,” বলেন দিদি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি তোমার কত শক্তি, আমি দেখতে চাই৷ ভোটের জন্য অনেকে মিথ্যা কথা বলে৷ অনেকে গন্ডগোল পাকান, আমি সেই দলে নেই৷ মতুয়া ও অনুকুল ভক্তরা আসলে বুকে স্থান দেব।’

তিনি আরও বলেন, ‘আমি জগাই মাধাইদের মত নই৷আমি ভোট চাইতে আসিনি৷ আমরা ভোটের সময় চৌকিদার বলি না৷ মানুষের বিপদে থাকি।

আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় এনআরসি করতে দিতে দিচ্ছি না, দেব না৷’ ওনার অভিযোগ, এনআরসির প্রথম ধাপ এনপিআর এ ঢুকিয়ে দিয়েছে৷ তাই আমি এনপিআর করতে দিচ্ছি না। তিনি উল্লেখ করেন যে তিনি উদ্বাস্তদের নি:শর্তে জমির দলিল দিয়েছেন৷ 

বিজেপির বিরুদ্ধে কথা বললে সে গদ্দার বা দেশদ্রোহী যারা দেশের জন্য কোনোদিন ভালো করলো না, তারা আজকে হয়ে গেছে দেশপ্রেমিক আমরা গান্ধীজীর কথা শুনবো, নেতাজীর কথা শুনবো, স্বামীজীর কথা শুনবো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনবো না বিজেপির কয়েকটা গুন্ডা নেতার কথা শুনবো? 

দাঙ্গাবাজ, ধান্দাবাজ, গুন্ডাবাজ এবং যুদ্ধবাজ বিজেপিকে বিশ্বাস করবেন না বাংলায় সিএএ, এনআরসি, এনপিআর হবেনা চারবার কেন্দ্র চালিয়েছি, রাজ্য সরকার চালাচ্ছি, আইন আমিও বুঝি এইসব রাজনৈতিক কায়দার জামানত বাজেয়াপ্ত করে রেখে দেব আমাকে সব অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে আমার শুধু মানুষের সাপোর্ট চাই 

সিএএ এতো ভালো হলে, অসমে, ত্রিপুরায়, উত্তর-পূর্বে কেন হচ্ছে না? বাংলা লড়তে জানে বাংলার ঘরে ঘরে বিপ্লবী জন্মেছে, বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখিয়েছে

এখন বলছে অনলাইনে করবো মানুষকে যা ইচ্ছে বলে যাচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবসে আমাদের মহিলারা মাথায় ভাতের হাঁড়ি নিয়ে মিছিল করবে ভাত চাই এনআরসি চাইনা, ভাত চাই এনপিআর চাইনা, ভাত চাই সিএএ চাইনা, ভাত চাই বিজেপি চাইনা দাবীতে

সিপিএম বিজেপির সব থেকে বড় দালাল আমি প্রমাণ ছাড়া কথা বলিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই এক হয়েছে ক্ষমতা থাকলে দিল্লীতে লড়, এখানে ভাঙচুর করা কেন?

বিজেপির স্লোগান বিজেপি না করলে হয় গেলে নয় জেলে আমরা লোককে জিজ্ঞেস করছি, বিজেপিকে ভোট দিয়ে কি পেলেন? বিজেপি ভোট নিয়ে এনআরসি দিল বিজেপি ভোট নিয়ে অধিকার কেড়ে নিল বিজেপি ভোট নিয়ে এনপিআর দিল বিজেপি ভোট নিল ব্যাঙ্কগুলো চলে গেল বিজেপি ভোট নিল রেল বিক্রী করে দিল বিজেপি ভোট নিল বিএসএনএল বিক্রী করে দিল বিজেপি ভোট নিল এয়ার ইন্ডিয়া বিক্রী করে দিল বিজেপি ভোট নিল বার্ন স্ট্যান্ডার্ড বিক্রী করে দিল

আজ বলছে গান্ধীজীকে যে খুন করেছিল, সে বড় নেতা একেকটা নেতা বলছে যাও গিয়ে মেরে এসো জালিয়ে দাও পুড়িয়ে দাও কোনও রাজনৈতিক দলের কথা হতে পারে? এরা মহম্মদ বিন তুঘলকের বংশধর আজেবাজে কথা বলে গুন্ডামি করে বেড়াচ্ছে বিজেপি এদের বিরুদ্ধে সব মানুষকে এক হতে হবে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়বো না

ভুল করলে তৃণমূল কর্মীদের উচিৎ ক্ষমা চাওয়া বুলবুল ঝড়ের কোনও ক্ষতিপূরণ কেন্দ্র দেয়নি আয়কর ছাড় কমিয়ে দিয়েছে 

দিল্লীতে ভোটের আগে জিততে পারবে না বলে, বন্দুক নিয়ে নামছে আমরা বলি হিন্দুস্থানে বোলি চলবে, গোলি না