ফেব্রুয়ারি ৬, ২০২০
একমাসেই মিলবে বাড়ির প্ল্যানের অনুমোদন

এতদিন কলকাতায় বাড়ির প্ল্যান অনুমোদন পেতে সময় নিত ৩৩০ দিন। এবার থেকে সেটা ১১ ভাগ কমে হল মাত্র ৩০ দিন। বাড়ির নকশা অনুমোদন করতে ২৩ ধাপ পেরোতে হত, যা কমে হল নয়। নয় ধাপেই মিলবে বাড়ির ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এমনই যুগান্তকারী পরিষেবা চালু করতে চলেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা।
পুরভবনে এই এক জানলা পরিষেবার কথা সম্প্রতি ঘোষণা করেন কলকাতার মেয়র। তিনি বলেন, এই অনুমোদন চাইতে এবার থেকে আর দলিল বা পুরসভার নথি জমা দিতে হবেনা। কারণ, সবই পুরভবনে জমা করা আছে। অনলাইনে এলবিএসরা সব জমা করবেন। দায়িত্ব স্বীকৃত এলবিএসদের। কেএমডিএ, কেআইটি, বিমানবন্দর থেকে অগ্নিনির্বাপণ, সমস্ত দপ্তর থেকে পুরসভাই অনুমতি যোগাড় করে আনবে।
আবেদন জমা পড়ার তিনদিনের মধ্যে পুরসভাই সমস্ত দপ্তরের কাছে তা পাঠিয়ে দেবে। তাঁর পরের তিনদিনের মধ্যে পুরসভার ইঞ্জিনয়াররাই সরেজমিনে তদন্তে যাবেন। পরে প্ল্যান অনুমোদন হবে। প্ল্যান অনুমোদনের এই নয়া অনলাইন পরিষেবার আগামী ১লা মার্চ থেকে শুরু হবে। ১লা এপ্রিল থেকে পুরোদমে চালু হবে।
তিনি আরও বলেন, ১৫ই ফেব্রুয়ারি থেকে কোলকাতায় কোনও ফ্ল্যাট বা বাড়ি রেজিস্ট্রি হওয়ার সময়েই সঙ্গে সঙ্গে মিউটেশন হয়ে যাবে। পুরকর্মীরা যদি কোনও প্ল্যান অনুমোদনে গাফিলতি করেন, বৈধ কারণ ছাড়া ফেলে রেখে দেন, তবে তার জন্য বিভাগীয় শাস্তি হবে। বৈধ কি কারণে প্ল্যান বাতিল হল, তাও উল্লেখ করতে হবে ওই পোর্টালেই।
নতুন বাড়ির নিকাশির জন্য আবেদনও করা যাবে অনলাইনে। তারপর প্লাম্বার দিয়ে পুরসভায় পাঠাতে হবে। এরপর মিলবে অনুমতি।
সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন