সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৮, ২০২০

বাংলাকে বঞ্চনা করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

 বাংলাকে বঞ্চনা করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

২৪তম ইস্টার্ন জোনাল কাউন্সিল বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই বৈঠকের বিষয়ে বলেনঃ-

সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি কিভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়, রাজ্য ও কেন্দ্রের মধ্যে আটকে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রেল, কয়লা, অসামরিক বিমান নিয়ে কথা হয়।

রাজ্যকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়ার কথা কেন্দ্র রাখেনি এবং এর ফলে রাজ্য সরকারের কর্মীদের বেতন দিতে অসুবিধে হচ্ছে।

এখনও রাজ্য ৫০ হাজার কোটি টাকা পায় কেন্দ্রের থেকে। বুলবুল ও ফণীর ক্ষতিপূরণ বাবদ কোনও টাকা পাইনি।

দিল্লীতে যা ঘটেছে, তাতে আমি দুঃখিত। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমি সকল আক্রান্তদের পরিবারকে সাহায্য করতে আবেদন জানিয়েছি। দেশের কোনও এক প্রান্তে এরকম ঘটনা ঘটলে দেশের অন্যান্য স্থানেও তার প্রভাব পড়ে। তাই, বৈঠকের শুরুতেই আমি সারা দেশে শান্তি বজায় রাখার কারণ বর্ণনা করি।

এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি। কেউ এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে কোনও আলোচনা করেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে কিছু বলেননি। আমরা চাই আগে এটির সমাধান হোক, রাজনীতি নিয়ে আমরা পরে আলোচনা করব।

সমস্ত রাজ্য কয়লা থেকে রয়্যালটি সেস বিষয়টি তোলে। ওনারা বলেন ওনারা বিষয়টি দেখবেন এবং পরে সিদ্ধান্ত নেবেন।

আমরা বলি পূর্ব ভারতকে আরও গুরুত্ব দিতে।

আমি কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা নিয়ে কিছু বলিনি কারণ, এটি কেন্দ্র ও রাজ্যের আভ্যন্তরীণ বিষয়।

আমি বলেছি, রাজ্য ও কেন্দ্র উভয় নির্বাচিত সরকার। সমস্ত দাবী পূরণ করা উচিৎ। সব কিছু সংবিধান মেনে করা উচিৎ।

দিল্লী নিয়ে কোনও আলোচনা হয়নি কারণ সেটা আজকের বৈঠকের বিষয় ছিলনা।