জুলাই ১৪, ২০১৮
রথযাত্রার সূচনায় সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

প্রতি বছরের মত এবছরও ইস্কনের আয়োজিত রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্কন এই রথযাত্রার আয়োজন করে। এই রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়।
হাঙ্গারফোর্ড স্ট্রিটে ইস্কন মন্দিরে থেকে এই রথযাত্রা শুরু হয়। এই যাত্রা এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, এটিএম রোড, এক্সাইড ক্রসিং, জহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে পৌঁছবে ব্রিগেডে।
এখানে দৈনিক ২২শে জুলাই পর্যন্ত জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা। সেখানে বিশেষ প্রসাদ দেওয়া হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
রথযাত্রার শুভ সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন:
- এখানে খুব ধুমধাম করে রথযাত্রা হয়।
- সারা বিশ্বে রথযাত্রা পালন করা হয়।
- এখানে ইস্কন, মাহেশ ছাড়াও পাড়ায় পাড়ায় রথযাত্রা হয়।
- আমরা সবাই মনে রাখি যেন, ধর্ম আমাদের প্রাণে, ধর্ম আমাদের মনে, ধর্ম জগত সভায়, ধর্ম বিশ্ব সভায়, ধর্ম যার যার আপন, উৎসব কিন্তু সবার।
- এই রথযাত্রা সবার জন্য এবং জগন্নাথদেব, বলরামদেব, সুভদ্রার এই রথযাত্রায় লক্ষ লক্ষ পুন্যার্থী রথ টেনে নিজেদের পবিত্র মনে করে।
- প্রভু জগন্নাথ সকলের নাথ, বিশ্বের নাথ, জগতপিতা।
- মা কালী, মা তারা মন্দির থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের সাথে, পুরীর জগন্নাথ মন্দিরের সাথেও একটা যোগাযোগ আছে।
- আজ জগন্নাথদেবের কাছে সকলের হয়ে প্রার্থনা করছি, জগতের নাথ, জগন্নাথ সকলকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, সবার পরিবারের মঙ্গল কামনা করি।
- রাজ্যের শান্তি কামনা করি, দেশের শান্তি কামনা করি, সারা বিশ্বের শান্তি কামনা করি।
- সকলে সুস্থ সুন্দর এবং খুব ভালো থাকুন।