সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৪, ২০২০

‘উদ্বাস্তুদের নিয়ে মিথ্যে বলছে বিজেপি’, বনগাঁয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘উদ্বাস্তুদের নিয়ে মিথ্যে বলছে বিজেপি’, বনগাঁয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যজুড়ে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী আবহে আজ বনগাঁয় একটি জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “NRC-র প্রথম ধাপ NPR (জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ)। তাই আমি এনপিআর-ও করতে দিইনি। এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, সংশয়ের কথা বলছে। অথচ নাগরিক না হলে ভোট দেবেন কীভাবে, আর সেই ভোটেই জিতে এল কীভাবে? এই প্রশ্নও ওঠে। মনে রাখবেন, আপনারা সকলেই নাগরিক। ভোটার কার্ড ভালভাবে তৈরি করবেন, কোনও চিন্তা করবেন না। আমরা পাশে আছি। বিপদে আমি সকলের পাশে থাকি, কিন্তু নিজেকে ‘চৌকিদার’ বলি না।”

উদ্বাস্তুদের জন্য নিজের কাজের কথাও উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “উদ্বাস্তুদের নিয়ে অনেকে মিথ্যে কথা বলেন। তাঁরা জেনে রাখুন, আমিই সর্বপ্রথম উদ্বাস্তুদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। যাদবপুরে প্রথম সাংসদ হওয়ার পর আমাকে ওঁরা বলেছিলেন যে নিঃশর্ত জমির দলিল চাই। আমি তা করে দিয়েছিলাম। এখন ওঁরা সকলে জমির মালিক।” 

এ প্রসঙ্গে তিনি অসমের NRC প্রসঙ্গও উল্লেখ করলেন। বললেন, “আপনারা অসমে দেখেছেন, NRC-র নামে কী হয়েছে। হিন্দু নাগরিকদের সকলের নাম তালিকায় থাকবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু দেখা গেল, বাদ যাওয়া ১৯ লক্ষে মধ্যে ১২ লক্ষই হিন্দু বাঙালি।” 

এদিন জামিয়া মিলিয়া, শাহিনবাগে ধারাবাহিকভাবে গুলিচালনার ঘটনা এবং যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রীদের ‘গুলি’ নিদানের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, গুলি চালাও। কেন্দ্রের মন্ত্রীদের গলায়ও একই সুর। কেন্দ্রের সরকারের উচিত, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তা না করে এরা গুলি চালানোর নিদান দিচ্ছেন! ছাত্র আন্দোলনের উপর অযথা হামলা হচ্ছে।” 

বনগাঁর স্টেডিয়াম সংলগ্ন মাঠে সভা শেষে স্থানীয় মহিলাদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে কাঁসর-ঘণ্টা বাজালেন দিদি। তারপর চলে গেলেন রানাঘাটের সভায় যোগ দিতে।