সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৬, ২০২০

বুলবুলে ক্ষতিগ্রস্ত ২০ লক্ষ চাষিকে ৫৫০ কোটি টাকার চেক দিল রাজ্য

বুলবুলে ক্ষতিগ্রস্ত ২০ লক্ষ চাষিকে ৫৫০ কোটি টাকার চেক দিল রাজ্য

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ফের কেন্দ্র-রাজ্য দ্বৈরথ সামনে এল। নভেম্বরের গোড়ায় হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ছ’টি জেলা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সেই প্রেক্ষিতে মোদী সরকারের কাছে ১,২৪৩ কোটি টাকার আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পাঠায়নি কেন্দ্র।

বাংলার কয়েক লক্ষ দুর্গত মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব তহবিল (স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড) থেকে ইতিমধ্যেই ৫৫০ কোটি টাকার বেশী ক্ষতিপূরণ দিয়েছে। দুর্গত ওই ছয় জেলার প্রায় ২০ লক্ষ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ওই টাকা ঢুকে গিয়েছে। কৃষি দপ্তর সূত্রের দাবি, চেক বিলির কাজ চলছে। চলতি অর্থবর্ষের শেষে সাহায্যপ্রাপ্ত চাষির সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়ে যাবে।

গত নভেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল। যার জেরে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে চাষের কাজে এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশী ছিল। কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছিল সব মিলিয়ে।

তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেন। সেই সূত্রে নভেম্বরের মাঝামাঝি থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে কৃষি দপ্তরের তরফে ১২৪টি ক্যাম্প করা হয়েছিল। যা গত ২২ জানুয়ারি পর্যন্ত চলে। সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার ৫৫০ কোটি টাকার বেশী দিয়েছে।

এর আগেও একাধিক কেন্দ্র-রাজ্য সরকারি প্রকল্পে দিল্লির আর্থিক দায়ভার একলাফে অনেকটাই কমিয়ে দিয়েছিল মোদী সরকার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর প্রশ্নে এই বৈমাতৃসুলভ আচরণ বেনজির। যদিও এর আগে বিহার, ওড়িশা সহ আরও কয়েকটি রাজ্যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অতিদ্রুত আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র।

সৌজন্যেঃ বর্তমান