জুলাই ১২, ২০১৮
চা বাগান অধিগ্রহণের মিথ্যা প্রতিশ্রুতির জন্য কেন্দ্রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের চা বাগানের পরিস্থিতি নিয়ে আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী এক বৈঠক করেন।
বৈঠকের শেষে তিনি চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা ঘোষণা করেন। চা বাগানের সমস্যা মেটাতে তিনি একটি কমিটিও গঠন করেন।
কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের ভোটের আগে সাতটি চা বাগান অধিগ্রহণ করার যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁর বিরুদ্ধেও সোচ্চার হন তিনি।
তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-
- চা শিল্পের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ১০০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে সাত বছরে।
- চা শিল্পের সমস্যার স্থায়ী সমাধান চাই।
- কিছু ট্রেড ইউনিয়ন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনের নামে বনধ ডাকে।
- কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সাতটি চা বাগান অধিগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই মিথ্যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল ভোট পাওয়ার জন্য। তারপর বাগান কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় সরকারের এই নোটিফিকেশনের ফলে তারা বাগান খুলতে পারছেন না। পরিত্যক্ত ঘোষিত হয়েছে বাগানগুলি। এর জন্য শ্রমিকরা কষ্ট পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই নোটিফিকেশন প্রত্যাহার করা উচিত; বাগান খুলে দেওয়া উচিত।
- কিছু কিছু বাগানের মালিক আজ চা বাগান খুলে তার পরের দিনই বন্ধ করে দিচ্ছে। এটাও মানা যায় না।
- চা বাগানের শ্রমিকদের সমস্যা মেটাতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলো। তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।
- চা বাগানগুলিতে প্রায় ২.৭২ লক্ষ চা শ্রমিক আছেন। পাশাপাশি ৮ লক্ষ এমন মানুষ বাস করেন যারা শ্রমিক নন।
- চা বাগানগুলিতে ২ টাকা প্রতি কিলো দরে ৩৫ কিলো চাল দেওয়া হয়। পানীয় জল, বিদ্যুৎ বিনাপয়সায় দেওয়া হয়।
- চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়িয়ে করা হয়েছে ১৫৯ টাকা, আগের সরকারের আমলে ছিল ৬৭ টাকা। ইন্টারিম রিলিফ ১৭.৫০ টাকা।
- যেসব চা বাগান বন্ধ পড়ে আছে, তাদের লিজ বাতিল করে নিলাম করে দেওয়া হবে।
- যেসব সংস্থা পিএফ বা গ্রাচুইটি দেয় না তাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
- কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চা বাগানগুলিতে আইসিডিএস প্রকল্পটিকে আরও বড় মাত্রায় বাস্তবায়িত করা হবে।
- চা বাগানে যারা শ্রমিক নন তাদের দক্ষতা উন্নয়নের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের হাঁস, মুর্গী, ছাগল ইত্যাদি প্রতিপালন শেখানো হবে।
- চা পর্যটন নিয়েও ভাবনা চিন্তা চলছে।
- পাহাড়ে শান্তি আছে। সকলে ভালো আছেন। কাল আমরা ভানু ভক্ত আচার্যের জন্মবার্ষিকী পালন করব।