ফেব্রুয়ারি ১০, ২০২০
রাজ্যে বেকারত্বের হার আরও কমাতে 'বাংলাশ্রী'-'কর্মসাথী'

রাজ্যে বেকারত্ব দূর করতে নয়া দিশা দেখালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্য বাজেট পেশের সময় তিনি প্রস্তাব করলেন ‘কর্মসাথী’ ও ‘বাংলাশ্রী’ প্রকল্পের। এই দুই প্রকল্পের মাধ্যমে সহজ কিস্তিতে ঋণ দিয়ে বেকার যুবক-যুবতীদের উপার্জনের পথ বাতলেছেন অমিত।
বাজেট বক্তৃতায় বেকার সমস্যার কথা তুলে ধরে তাঁর দাবী, ‘বাংলায় বেকারত্বের হার ৪০% কমেছে। অথচ গোটা দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সবচেয়ে খারাপ।’ এই অবস্থায় দাঁড়িয়ে দুটি প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী।
তিনি কর্মহীন যুবক-যুবতীদের জন্য ‘কর্মসাথী’ প্রকল্পের প্রস্তাব করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরে ফি বছর এক লাখ করে যুবক-যুবতীর কর্মসংস্থান করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এই প্রকল্পের সহজ শর্তে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। যে টাকা দিয়ে ছোট শিল্প বা ব্যবসা শুরু করা যাবে। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
‘কর্মসাথী’ প্রকল্পের পাশাপাশি ‘বাংলাশ্রী’ প্রকল্পেরও ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে জোর দেওয়ার জন্য এক এপ্রিল থেকে বাংলাশ্রীনামে নতুন উত্সাহ প্রকল্প চালু করার ঘোষণা করছি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য নতুন ক্ষুদ্র শিল্প ও কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হবে।’ এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।