সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৬, ২০২০

রেল বাজেটে বাংলার জন্য বরাদ্দ প্রায় শূন্য

রেল বাজেটে বাংলার জন্য বরাদ্দ প্রায় শূন্য

ভারতীয় রেলের পক্ষ থেকে ‘পিঙ্ক বুক’ প্রকাশ করা হল। এ বছর বাজেটে ভারতীয় রেলের বিভিন্ন জোনের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, তারই ফিরিস্তি দেওয়া আছে এখানে। যেখানে একাধিক নতুন প্রকল্প পেয়ে রীতিমতো উৎসাহিত বাংলার পড়শি ঝাড়খণ্ড এবং ওড়িশা সেখানে বাংলার কপালে জুটল না একটাও নতুন প্রকল্পও। নতুন অর্থবর্ষে এই রাজ্য একটিও নতুন ট্রেন পাবে না।

শুধু তা-ই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্পগুলি রূপায়ণের পরিকল্পনা করেছিলেন, নরেন্দ্র মোদীর সরকারের নতুন বাজেটে তার কোনওটার জন্যই একটি পয়সা বরাদ্দ বাড়ায়নি কেন্দ্র। পয়সার অভাবে আগামী দিনে এক পা এগোবে না তারকেশ্বর-বিষ্ণুপুর, জাঙ্গিপাড়া-ফুরফুরা শরিফ বা নন্দীগ্রাম-দেশপ্রাণ, দিঘা-জলেশ্বর এবং বাঁকুড়া-মুকুটমণিপুরের মতো একদা আলোচিত প্রকল্প।

কলকাতা মেট্রোর চলতে থাকা চারটে প্রকল্পের জন্যই যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা গত বাজেটের তুলনায় সব ক্ষেত্রেই কম।মেট্রো প্রকল্পে ও বরাদ্দ কমেছে। নতুন কাজে প্রায় বরাদ্দ নেই।

শুধুমাত্র বরানগর থেকে বারাকপুর ভায়া দক্ষিণেশ্বর লাইনে বরাদ্দ বাড়ানো হয়েছে।