জুলাই ১৭, ২০১৮
দক্ষিণবঙ্গে নতুন ২০টি পরিবেশ বান্ধব সিএনজি বাস

দক্ষিণবঙ্গে আরও ২০টি নতুন পরিবেশ বান্ধব সিএনজি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবেশ দপ্তর। এই দপ্তরই এই প্রকল্পের পুরো খরচ বহন করবে।
সিএনজি এমন এক জ্বালানি যা দূষণ ছড়ায় না, তাই সিএনজি বাস চালালে পরিবেশের কোনও ক্ষতি হবে না। সাড়া রাজ্যে সিএনজি বাস চালানোর পরিকল্পনা করেছে পরিবহণ দপ্তর। এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে।
সিএনজি চালিত বাসের রক্ষণাবেক্ষণের খরচ অন্যান্য বাসের থেকে কম। জ্বালানির খরচও অনেক কম সাধারণ বাসের থেকে।
এর আগে সরকার আসানসোল ও দুর্গাপুরে সিএনজি চালিত বাস পরিষেবা চালু করেছিল। মোট ৩০টি বাস চলে এখানে। সেখানে এই পরিষেবা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করেছে।
পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থা ছাড়াও পরিবহণ দপ্তর ইলেকট্রিক ও বায়ো গ্যাস চালিত যান চালানোতেও জোর দিচ্ছে।
রাজ্য সরকার নিউটাউনে ইলেকট্রিক বাস পরিষেবা চালু করেছে। আগস্ট মাসে আরও আটটি ইলেকট্রিক চালিত বাস চালানো হবে বিভিন্ন জায়গায়। কলকাতায় বিভিন্ন রুটে গোবর থেকে তৈরী বায়ো গ্যাসের বাসও চলছে।